Ajker Patrika

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত
অভিযুক্ত তানিয়া আক্তার। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর কাঠের আঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জুয়েল রানা (৩৮)। তিনি ওই এলাকার মজনু শিকদারের ছেলে। এ ঘটনায় মজনু বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই জুয়েলের স্ত্রী তানিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মেয়ে তানিয়ার সঙ্গে পারিবারিকভাবে জুয়েলের বিয়ে হয়। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে। সম্প্রতি জুয়েলের সঙ্গে এক নারীর পরকীয়া চলছে বলে জানতে পারেন তানিয়া। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হয়। শনিবার রাতে বিষয়টি নিয়ে ঝগড়ার একপর্যায়ে তানিয়া কাঠের টুকরো দিয়ে জুয়েলকে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূ তানিয়া তাঁর স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন। স্বামীর পরকীয়ার জেরে এমনটি করেছেন বলে তানিয়া জানিয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত