Ajker Patrika

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৮ লাখ টাকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
শুক্রবার (১৩ জুন) রাত ১২টা থেকে শনিবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। ফাইল ছবি
শুক্রবার (১৩ জুন) রাত ১২টা থেকে শনিবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। ফাইল ছবি

ঈদের ছুটি শেষ হলেও এখনো ঢাকামুখী মানুষের চাপ অব্যাহত। ঈদের ১০ দিন পর সোমবার (১৬ জুন) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে রাজধানীমুখী মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি বলে জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করেছে, যেখানে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৪ জুন) রাত ১২টা থেকে রোববার (১৫ জুন) রাত ১২টা পর্যন্ত সময়কালে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ১৮৯টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী ২২ হাজার ৮০০টি যানবাহন পার হয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য উভয় পাশে দুটি করে আলাদা বুথের ব্যবস্থাও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত