Ajker Patrika

টোল আদায়ে নতুন রেকর্ড গড়ল বঙ্গবন্ধু সেতু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টোল আদায়ে নতুন রেকর্ড গড়ল বঙ্গবন্ধু সেতু

টোল আদায়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু সেতুতে। এদিকে ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ বেড়েই চলেছে। 

জানা গেছে, বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে শনিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপাড়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এ সময় সেতুতে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭ টি। এরই মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অন্যদিকে সেতুর পশ্চিম প্রান্ত টোল প্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮টি পরিবহন। এর বিপরীতে ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এর আগে বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপাড়ে টোল আদায় হয়েছিল ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ সময় পরিবহন পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫ টি। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী বলেন, বঙ্গবন্ধু সেতুতে আবারও টোল আদায়ে রেকর্ড হয়েছে। মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে। 

উল্লেখ্য, ঈদুল ফিতরের গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ২৭৪টি পরিবহন পারাপারের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত