Ajker Patrika

স্ত্রীর বেতনের টাকা নিয়ে কলহ, গার্মেন্টস কর্মী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৫, ২৩: ৪২
স্ত্রীর বেতনের টাকা নিয়ে কলহ, গার্মেন্টস কর্মী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
কবিতা ও সুজন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা (২৮) নামের এক গার্মেন্টস কর্মী হত্যার অভিযোগে স্বামী সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেওহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন মিয়া (৩২) নিলফামারী সদর উপজেলার মাঝুডাঙ্গা সিংমারী গ্রামের আলীম উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুজন মিয়া ইটভাটায় কাজ করেন। গার্মেন্টস কর্মী স্ত্রীর বেতনের টাকা নিয়ে নিতে চাইতেন তিনি। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। কলহের একপর্যায়ে রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়াই সিকদারপাড়ার ভাড়া বাসায় স্ত্রী কবিতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যান সুজন মিয়া। ঘটনার সময় তাঁদের আট বছর বয়সী সন্তান কক্ষে ছিল। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সুজন পালিয়ে যান। পরে পুলিশ এসে কবিতার লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় কবিতার বাবা কদম আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘাতক সুজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। পরে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত