মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর উপজেলায় পঞ্চম ধাপের ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রার্থীরা হলেন উপজেলার মহেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিভাস সরকার নূপুর, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ইলিয়াছ মিয়া, বানাইল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আনিছুর রহমান হুমায়ূন, আনাইতারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, ভাতগ্রাম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী, উয়ার্শী ইউনিয়নে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক, বাঁশতৈল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন ও গোড়াই ইউনিয়ন পশ্চিমের সভাপতি আলহাজ হুমায়ূন কবির।
জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে পঞ্চম ধাপে ৮ ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৮ ইউনিয়নে দলের ৪০ জন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্যে থেকে দল যাচাইবাছাই করে ৮ নেতাকে নৌকা প্রতীক দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাই মিলে মাঠে থেকে কাজ করবে।

মির্জাপুর উপজেলায় পঞ্চম ধাপের ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রার্থীরা হলেন উপজেলার মহেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিভাস সরকার নূপুর, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ইলিয়াছ মিয়া, বানাইল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আনিছুর রহমান হুমায়ূন, আনাইতারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, ভাতগ্রাম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী, উয়ার্শী ইউনিয়নে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক, বাঁশতৈল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন ও গোড়াই ইউনিয়ন পশ্চিমের সভাপতি আলহাজ হুমায়ূন কবির।
জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে পঞ্চম ধাপে ৮ ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৮ ইউনিয়নে দলের ৪০ জন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্যে থেকে দল যাচাইবাছাই করে ৮ নেতাকে নৌকা প্রতীক দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাই মিলে মাঠে থেকে কাজ করবে।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩৭ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৩৯ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে