নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে জীবিত বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনকে কাগজপত্রে মৃত দেখিয়ে এককালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর বীর মুক্তিযোদ্ধা নিজেই একটি অভিযোগ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তরফরাম ঘুনিপাড়া গ্রামের মো. বদর উদ্দিন মিয়ার ছেলে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন দেশ স্বাধীনের পর দীর্ঘদিন দেশে না থাকার সুযোগে একটি কুচক্রী মহল তাঁর বাবা বদর উদ্দিনকে হাত করে এমন কাজ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার রাখাল ছেলেরা মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েন। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বর্তমান সরকার সেই বীরদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন। শুধু তাই নয়, একটু সচ্ছলভাবে জীবন যাপনের জন্য সরকার বিভিন্ন ভাতা চালু করেছে। সরকারের সেই উদ্দেশ্যকে ব্যাহত করে একটি কুচক্রী মহল টাঙ্গাইলের নাগরপুরের জীবিত মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনকে কাগজপত্রে মৃত দেখিয়ে ভাতা উত্তোলন করছে।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তাঁর গেজেট নম্বর-৭০৮৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় তাঁর ক্রমিক নম্বর-৫২১ এবং পরিচিতি নম্বর-০১৯৩০০০৭৫৬৮। দীর্ঘদিন চাকরির সুবাদে দেশের বিভিন্ন জাগায় থাকতেন তিনি। চাকরি শেষে তিনি তাঁর মুক্তিযোদ্ধার সনদসহ সব কাগজপত্র তাঁর মায়ের কাছে রেখে ভারতে চলে যান। দীর্ঘদিন পর বাড়ি ফিরে এসে তাঁর চাকরি ও মুক্তিযোদ্ধার সব কাগজপত্র খোঁজ করেন। বাড়ির লোকজন জানান, সব কাগজপত্র হারিয়ে গেছে। পরে তিনি জানতে পারেন, তাঁকে মৃত দেখিয়ে তাঁর বাবা বদর উদ্দিন প্রতারক চক্রের সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করে আসছেন। বয়সের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত অবস্থায় বর্তমানে বীর মুক্তিযোদ্ধা বেকড়া ইউনিয়নের মুশুরিয়া গ্রামে তাঁর বোনের বাড়িতে অবস্থান করছেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘আমাকে মৃত দেখিয়ে যারা ভাতা উত্তোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে আমি আমার ভাতা নিজের নামে ইস্যু করার দাবি জানাচ্ছি।’
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি দ্রুত তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের নাগরপুরে জীবিত বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনকে কাগজপত্রে মৃত দেখিয়ে এককালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর বীর মুক্তিযোদ্ধা নিজেই একটি অভিযোগ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তরফরাম ঘুনিপাড়া গ্রামের মো. বদর উদ্দিন মিয়ার ছেলে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন দেশ স্বাধীনের পর দীর্ঘদিন দেশে না থাকার সুযোগে একটি কুচক্রী মহল তাঁর বাবা বদর উদ্দিনকে হাত করে এমন কাজ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার রাখাল ছেলেরা মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েন। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বর্তমান সরকার সেই বীরদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন। শুধু তাই নয়, একটু সচ্ছলভাবে জীবন যাপনের জন্য সরকার বিভিন্ন ভাতা চালু করেছে। সরকারের সেই উদ্দেশ্যকে ব্যাহত করে একটি কুচক্রী মহল টাঙ্গাইলের নাগরপুরের জীবিত মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনকে কাগজপত্রে মৃত দেখিয়ে ভাতা উত্তোলন করছে।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তাঁর গেজেট নম্বর-৭০৮৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় তাঁর ক্রমিক নম্বর-৫২১ এবং পরিচিতি নম্বর-০১৯৩০০০৭৫৬৮। দীর্ঘদিন চাকরির সুবাদে দেশের বিভিন্ন জাগায় থাকতেন তিনি। চাকরি শেষে তিনি তাঁর মুক্তিযোদ্ধার সনদসহ সব কাগজপত্র তাঁর মায়ের কাছে রেখে ভারতে চলে যান। দীর্ঘদিন পর বাড়ি ফিরে এসে তাঁর চাকরি ও মুক্তিযোদ্ধার সব কাগজপত্র খোঁজ করেন। বাড়ির লোকজন জানান, সব কাগজপত্র হারিয়ে গেছে। পরে তিনি জানতে পারেন, তাঁকে মৃত দেখিয়ে তাঁর বাবা বদর উদ্দিন প্রতারক চক্রের সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করে আসছেন। বয়সের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত অবস্থায় বর্তমানে বীর মুক্তিযোদ্ধা বেকড়া ইউনিয়নের মুশুরিয়া গ্রামে তাঁর বোনের বাড়িতে অবস্থান করছেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘আমাকে মৃত দেখিয়ে যারা ভাতা উত্তোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে আমি আমার ভাতা নিজের নামে ইস্যু করার দাবি জানাচ্ছি।’
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি দ্রুত তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে