টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় তাঁরা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে এই অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বানিয়াজানের ব্যবসায়ী রনি হাসানের সঙ্গে বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জেরে হামলা-মামলার ঘটনাও ঘটেছে। গতকাল রোববার রনি হোসেনের সঙ্গে বেলাল হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রনি হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ করেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধনবাড়ী থানার পুলিশ। গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর কর্মী-সমর্থকেরা বিকেলেই ধনবাড়ী থানা চত্বরে গিয়ে বিক্ষোভ করেন এবং সন্ধ্যা পর্যন্ত তাঁকে ছেড়ে না দেওয়ায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন।
স্থানীয় যুবলীগের কর্মী তমাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৯ মার্চ সন্ধ্যায় ব্যবসায়ী রনি হাসান তাঁর সহযোগীদের নিয়ে বেলাল হোসেনের ওপর আক্রমণ করেন। এতে বেলাল হোসেন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় বেলাল হোসেনের দায়ের করা মামলায় রনি হোসেন গ্রেপ্তারের পর সম্প্রতি জামিন নিয়ে আসেন। আজ সোমবার রনি হোসেনের দায়ের করা মামলায় বেলাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করলে স্থানীয় নেতারা ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন।’
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বেলাল হোসেনকে থানায় আনার পর তাঁর কর্মী-সমর্থকেরা সড়ক অবরোধ করেন। বিষয়টি বসে মীমাংসার আশ্বাস দিলে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন।’

টাঙ্গাইলের ধনবাড়ীতে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় তাঁরা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে এই অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বানিয়াজানের ব্যবসায়ী রনি হাসানের সঙ্গে বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জেরে হামলা-মামলার ঘটনাও ঘটেছে। গতকাল রোববার রনি হোসেনের সঙ্গে বেলাল হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রনি হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ করেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধনবাড়ী থানার পুলিশ। গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর কর্মী-সমর্থকেরা বিকেলেই ধনবাড়ী থানা চত্বরে গিয়ে বিক্ষোভ করেন এবং সন্ধ্যা পর্যন্ত তাঁকে ছেড়ে না দেওয়ায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন।
স্থানীয় যুবলীগের কর্মী তমাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৯ মার্চ সন্ধ্যায় ব্যবসায়ী রনি হাসান তাঁর সহযোগীদের নিয়ে বেলাল হোসেনের ওপর আক্রমণ করেন। এতে বেলাল হোসেন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় বেলাল হোসেনের দায়ের করা মামলায় রনি হোসেন গ্রেপ্তারের পর সম্প্রতি জামিন নিয়ে আসেন। আজ সোমবার রনি হোসেনের দায়ের করা মামলায় বেলাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করলে স্থানীয় নেতারা ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন।’
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বেলাল হোসেনকে থানায় আনার পর তাঁর কর্মী-সমর্থকেরা সড়ক অবরোধ করেন। বিষয়টি বসে মীমাংসার আশ্বাস দিলে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
১৫ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৩৪ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে