
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের স্বাগত দাস (পার্থ) ও শান্ত তারা (আদনান)। তাঁরা ধর্ষণের ওই মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশের চার দিনের রিমান্ডে রয়েছেন।
শাবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি সিন্ডিকেটের সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া যায়। পরে শৃঙ্খলা কমিটি ওই দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করে। সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাঁদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সিন্ডিকেটে ক্যাম্পাসে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।’
গত ২ মে শাবিপ্রবির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের ওই দুই ছাত্রের বিরুদ্ধে। এ বিষয়ে ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী। এরপর ধর্ষণের ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের ওই দুই ছাত্র স্বাগত দাস (পার্থ) ও শান্ত তারাকে (আদনান) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, ঈদের আগের রাতে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার আগে তাঁকে অচেতন করে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা সেই ঘটনা ভিডিও করে নিয়মিত ব্ল্যাকমেল করছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।
ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে গত বৃহস্পতিবার রাতে শান্ত ও স্বাগতকে আটক করে পুলিশ। পরদিন ভুক্তভোগী ছাত্রী সিলেট কোতোয়ালি থানায় তাঁদের দুজন, অজ্ঞাতনামা আরও তিনজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১১ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১৩ মিনিট আগে