সিলেট প্রতিনিধি

৫ দফা দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন ইন্টার্ন চিকিৎসক–শিক্ষার্থীরা। আজ সোমবার হাসপাতালে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে হাসপাতালের আউটডোরে তালা ঝুলিয়ে দেন।
এ সময় আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা বিভিন্ন ওয়ার্ডের মিড লেভেলের চিকিৎসকদের আহ্বান জানান তাঁদের সঙ্গে একাত্মতা পোষণের জন্য।
পূর্বঘোষিত ৫ দফা দাবিতে সকাল থেকে শুধু জরুরি বিভাগ ছাড়া সব ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়।
এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের পড়তে হয় চরম ভোগান্তিতে। চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন হাসপাতালের মিড লেভেলের চিকিৎসকেরা।
রোগী ও তাঁদের স্বজনেরা জানান, ‘তাঁদের দাবিদাওয়ার জন্য আমাদের এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক হচ্ছে না। দূরদূরান্ত থেকে এসে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হচ্ছে। এমন কর্মসূচিতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়।’ চিকিৎসকদের আন্দোলন যৌক্তিক হলে তা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান তাঁরা।
ইন্টার্ন চিকিৎসকেরা জানান, ‘ডাক্তার’ পদবি শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবেন না।
দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও বিসিএসের চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়াতে হবে। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় ১২ মার্চ হওয়ার কথা, তা যাতে বিলম্ব না হয়।
ইন্টার্ন চিকিৎসক আদনান মাহমুদ তানিম বলেন, ‘জরুরি বিভাগ, আইসিইউগুলোতে রোগীদের সব সময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়, তাঁদের চিকিৎসা কিন্তু আমরা বন্ধ করিনি। আমরা চিকিৎসক, আমাদের সেই মানবতা রয়েছে, তাঁদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা শুধু হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করেছি। আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
হাসপাতালের বৈষম্যবিরোধী মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মুহাম্মদ জামিল আহমেদ বলেন, ‘এই দাবির প্রতি আমাদের সমর্থন আছে। আশা করব, সরকার বিষয়টির সুন্দর সমাধান দেবে।’
এ বিষয়ে কথা বলতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

৫ দফা দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন ইন্টার্ন চিকিৎসক–শিক্ষার্থীরা। আজ সোমবার হাসপাতালে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে হাসপাতালের আউটডোরে তালা ঝুলিয়ে দেন।
এ সময় আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা বিভিন্ন ওয়ার্ডের মিড লেভেলের চিকিৎসকদের আহ্বান জানান তাঁদের সঙ্গে একাত্মতা পোষণের জন্য।
পূর্বঘোষিত ৫ দফা দাবিতে সকাল থেকে শুধু জরুরি বিভাগ ছাড়া সব ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়।
এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের পড়তে হয় চরম ভোগান্তিতে। চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন হাসপাতালের মিড লেভেলের চিকিৎসকেরা।
রোগী ও তাঁদের স্বজনেরা জানান, ‘তাঁদের দাবিদাওয়ার জন্য আমাদের এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক হচ্ছে না। দূরদূরান্ত থেকে এসে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হচ্ছে। এমন কর্মসূচিতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়।’ চিকিৎসকদের আন্দোলন যৌক্তিক হলে তা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান তাঁরা।
ইন্টার্ন চিকিৎসকেরা জানান, ‘ডাক্তার’ পদবি শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবেন না।
দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও বিসিএসের চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়াতে হবে। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় ১২ মার্চ হওয়ার কথা, তা যাতে বিলম্ব না হয়।
ইন্টার্ন চিকিৎসক আদনান মাহমুদ তানিম বলেন, ‘জরুরি বিভাগ, আইসিইউগুলোতে রোগীদের সব সময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়, তাঁদের চিকিৎসা কিন্তু আমরা বন্ধ করিনি। আমরা চিকিৎসক, আমাদের সেই মানবতা রয়েছে, তাঁদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা শুধু হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করেছি। আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
হাসপাতালের বৈষম্যবিরোধী মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মুহাম্মদ জামিল আহমেদ বলেন, ‘এই দাবির প্রতি আমাদের সমর্থন আছে। আশা করব, সরকার বিষয়টির সুন্দর সমাধান দেবে।’
এ বিষয়ে কথা বলতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩২ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে