শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক মনোয়ার। সেক্রেটারি হিসেবেও পুনর্নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন।
আজ মঙ্গলবার সকালে সংগঠনটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে শাখা সদস্যদের নিয়ে সম্মেলন হয়। সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যরা ভোট দেন। সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন তারেক মনোয়ার। শাখার নতুন সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নতুন সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘আগামী বছরের জন্য শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আমাকে নির্বাচন করা হয়েছে। আমি যেন আমার দায়িত্ব একাগ্রতার সঙ্গে পালন করতে পারি, এ জন্য সবার কাছে দোয়া চাই এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করছি।’
তারেক মনোয়ার আরও বলেন, ‘ছাত্রশিবির সব সময়ই শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে নৈতিক জায়গা থেকে কাজ করে আসছে। আমরা সেই ধারাবাহিকতা রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁদের সৎ, দক্ষ ও নৈতিক মান উন্নয়নের জন্য কাজ করব। এ জন্য বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে সুস্থ-সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। যেখানে কোনো হানাহানি থাকবে না। সব শিক্ষার্থী নিজেকে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ মনে করবেন। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সংমিশ্রণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে ছাত্রশিবির অতীতের মতোই কাজ করতে চায়।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক মনোয়ার। সেক্রেটারি হিসেবেও পুনর্নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন।
আজ মঙ্গলবার সকালে সংগঠনটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে শাখা সদস্যদের নিয়ে সম্মেলন হয়। সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যরা ভোট দেন। সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন তারেক মনোয়ার। শাখার নতুন সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নতুন সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘আগামী বছরের জন্য শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আমাকে নির্বাচন করা হয়েছে। আমি যেন আমার দায়িত্ব একাগ্রতার সঙ্গে পালন করতে পারি, এ জন্য সবার কাছে দোয়া চাই এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করছি।’
তারেক মনোয়ার আরও বলেন, ‘ছাত্রশিবির সব সময়ই শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে নৈতিক জায়গা থেকে কাজ করে আসছে। আমরা সেই ধারাবাহিকতা রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁদের সৎ, দক্ষ ও নৈতিক মান উন্নয়নের জন্য কাজ করব। এ জন্য বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে সুস্থ-সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। যেখানে কোনো হানাহানি থাকবে না। সব শিক্ষার্থী নিজেকে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ মনে করবেন। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সংমিশ্রণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে ছাত্রশিবির অতীতের মতোই কাজ করতে চায়।’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকেরা। কিন্তু তাঁদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় আগামী রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদানের কর্
১ মিনিট আগেকিশোরগঞ্জ শহরের পুরোনো কোর্ট এলাকায় জেলা ট্রাফিক পুলিশ অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ অগ্নিকাণ্ডে কিশোরগঞ্জ জেলা যানবাহন নিয়ন্ত্রণ কার্যালয়ে (ট্রাফিক পুলিশ অফিস) সম্পূর্ণ স্থাপনা, অফিসে থাকা সকল নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরে কিশোরগঞ্জ সদরের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে...
৭ মিনিট আগেরাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল অশান্ত হয়ে উঠেছে। ক্যাম্পাসে রাজনীতি করার প্রতিবাদ করায় ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে আন্দোলনের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। কিন্তু এখনো ক্লাস বর্জন কর্মস
৯ মিনিট আগেচাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের তিন দিন পর আদিবা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের পাঁচদোনা গ্রামের একটি পুরোনো খড়ের স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ২০ জানুয়ারি বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।
২৩ মিনিট আগে