জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

দুর্ঘটনা রোধে সিলেট-তামাবিল মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করেছেন স্থানীয় লোকজন। জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তিয়া গেট এলাকায় আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এই অবরোধ চলে।
অবরোধের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম। তিনি বলেন, ‘বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করানো হয়।’
সরেজমিনে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নবাসীর ডাকে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ কর্মসূচি প্রত্যাহার করানোর জন্য জৈন্তিয়া প্রবেশ গেট এলাকায় উপস্থিত হন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম ও গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিদুর রহমান। এ সময় তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দুর্ঘটনা রোধে আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রফিক আহমেদ, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমিটির সভাপতি আব্দুছ সালাম, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান চৌধুরী প্রমুখ।
বিভিন্ন আন্দোলনকারী বলেন, সিলেট-তামাবিল মহাসড়কে ডিআই ও এইচ পিকআপ গাড়ি (স্থানীয় যান) যেন মৃত্যুর ফাঁদ। এসব গাড়িতে করে চোরাচালানের গরু-মহিষ ও পণ্য পরিবহন বন্ধ করতে হবে। প্রশাসনের কাছে আমাদের দাবি-বিগত ৬ মাসে যেসব দুর্ঘটনা ঘটেছে সেসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
লাইসেন্সবিহীন চালক ও শিশুদের মাধ্যমে যানবাহন চালানো বন্ধের দাবি করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা দাবি করেন, প্রতি মাসে দুবার যানবাহন নিয়ন্ত্রণ আইনে সিলেট তামাবিল-মহাসড়কে অভিযান পরিচালনা করতে হবে। নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা বন্ধ করতে হবে।
এদিকে গতকাল সোমবার সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে গরু বোঝাই পিকআপ ও লেগুনা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন দুজন।

দুর্ঘটনা রোধে সিলেট-তামাবিল মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করেছেন স্থানীয় লোকজন। জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তিয়া গেট এলাকায় আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এই অবরোধ চলে।
অবরোধের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম। তিনি বলেন, ‘বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করানো হয়।’
সরেজমিনে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নবাসীর ডাকে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ কর্মসূচি প্রত্যাহার করানোর জন্য জৈন্তিয়া প্রবেশ গেট এলাকায় উপস্থিত হন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম ও গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিদুর রহমান। এ সময় তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দুর্ঘটনা রোধে আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রফিক আহমেদ, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমিটির সভাপতি আব্দুছ সালাম, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান চৌধুরী প্রমুখ।
বিভিন্ন আন্দোলনকারী বলেন, সিলেট-তামাবিল মহাসড়কে ডিআই ও এইচ পিকআপ গাড়ি (স্থানীয় যান) যেন মৃত্যুর ফাঁদ। এসব গাড়িতে করে চোরাচালানের গরু-মহিষ ও পণ্য পরিবহন বন্ধ করতে হবে। প্রশাসনের কাছে আমাদের দাবি-বিগত ৬ মাসে যেসব দুর্ঘটনা ঘটেছে সেসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
লাইসেন্সবিহীন চালক ও শিশুদের মাধ্যমে যানবাহন চালানো বন্ধের দাবি করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা দাবি করেন, প্রতি মাসে দুবার যানবাহন নিয়ন্ত্রণ আইনে সিলেট তামাবিল-মহাসড়কে অভিযান পরিচালনা করতে হবে। নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা বন্ধ করতে হবে।
এদিকে গতকাল সোমবার সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে গরু বোঝাই পিকআপ ও লেগুনা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন দুজন।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১১ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে