শাকিলা ববি, সিলেট

চলমান বন্যা পরিস্থিতে সিলেটে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। বেশি দামেও মিলছে না চাল-ডালসহ নিত্যপণ্য। বন্যায় সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট ও কাজীরবাজার পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি পুরো শহর পানিবন্দী হওয়ায় অনেক খুচরা ব্যবসায়ীর দোকানও তলিয়ে গেছে। তার ওপর ত্রেতারা প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনছেন ৷ এসব কারণে এই সংকট দেখা দিয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।
স্থানীয়দের অভিযোগ, বন্যার কারণে বেশির ভাগ দোকান খুলছেন না। এ ছাড়া অনেক দোকান পানিতে তলিয়ে গেছে। ফলে দোকানে দোকানে ঘুরেও নিত্যপণ্য কিনতে পারছেন না ক্রেতারা।
এদিকে এসব কারণে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। ৩৮ টাকা হালি ডিমের দাম বেড়ে ৪৫ থেকে ৫০ টাকা হয়েছে। ২০ টাকা কেজির আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অন্যদিকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় দেখা দিয়েছে মোমবাতি ও দেশলাইয়ের সংকট।
শহরের মদিনা মার্কেটের পরাগ স্টোরের মালিক শিমুল রঞ্জন ধর বলেন, ‘বৃষ্টি ও বন্যার কারণে গতকাল সকালে দোকান খুলিনি। দুপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলে দোকান খোলামাত্র ক্রেতারা লাইন দিয়ে পণ্য ক্রয় করা শুরু করেন।’
আরেক দোকানি রাজু আহমেদ বলেন, যিনি আগে দুটি মোমবাতি কিনতেন, তিনি দুই প্যাকেট কিনছেন। যার দরকার এক কেজি আলু, তিনি ১০ কেজি কিনছেন। ফলে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে।
নগরীর মদীনা মার্কেট এলাকার সিএনজি অটোরিকশাচালক সুমন মিয়া বলেন, শনিবার দুপুরে মদিনা মার্কেট থেকে বাগবাড়ি পর্যন্ত প্রায় ১৫টি দোকানে খুঁজে মোমবাতি, মুড়ি, আলু ও সয়াবিন তেল পাইনি।
নগরীর সুবিদবাজার এলাকার মো. রাসেল মিয়া বলেন, শনিবার বিদ্যুৎ যাওয়ার পর থেকে মোমবাতি ও দেশলাইয়ের চাহিদা বেড়েছে। বেশির ভাগ মানুষই চার-পাঁচ প্যাকেট করে মোমবাতি কিনে নিয়ে যাচ্ছেন। যে কারণে সংকট তৈরি হয়েছে।
এদিকে বন্যার কারণে সবজি বাজারেও অস্বস্থি দেখা দিয়েছে। ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। নগরীর মদিনা মার্কেট এলাকার খুচরা বিক্রেতা সোহেল আহমেদ বলেন, সবজির পাইকারি হাট টুকেরবাজার ও সুবহানীঘাট সবজির আড়ত পানিতে তলিয়ে গেছে, যার ফলে সবজি সংকট চলছে এবং দামও বেশি।
এ ব্যাপারে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ‘বন্যায় সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট ও কাজীরবাজার পানির নিচে চলে গেছে। পাশাপাশি খুচরা ব্যবসায়ীদেরও প্রতিষ্ঠান তলিয়ে গেছে, তাই পণ্য সরবরাহ কম। এতে নিত্যপণ্যের কিছুটা সংকট দেখা দিয়েছে। এ ছাড়া ক্রেতারাও প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনছেন। বাজারে সংকটের এটাও একটা কারণ। তবে আমরা বাজর মনিটরিং করছি। আশা করছি এই সংকট থাকবে না।’

চলমান বন্যা পরিস্থিতে সিলেটে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। বেশি দামেও মিলছে না চাল-ডালসহ নিত্যপণ্য। বন্যায় সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট ও কাজীরবাজার পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি পুরো শহর পানিবন্দী হওয়ায় অনেক খুচরা ব্যবসায়ীর দোকানও তলিয়ে গেছে। তার ওপর ত্রেতারা প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনছেন ৷ এসব কারণে এই সংকট দেখা দিয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।
স্থানীয়দের অভিযোগ, বন্যার কারণে বেশির ভাগ দোকান খুলছেন না। এ ছাড়া অনেক দোকান পানিতে তলিয়ে গেছে। ফলে দোকানে দোকানে ঘুরেও নিত্যপণ্য কিনতে পারছেন না ক্রেতারা।
এদিকে এসব কারণে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। ৩৮ টাকা হালি ডিমের দাম বেড়ে ৪৫ থেকে ৫০ টাকা হয়েছে। ২০ টাকা কেজির আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অন্যদিকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় দেখা দিয়েছে মোমবাতি ও দেশলাইয়ের সংকট।
শহরের মদিনা মার্কেটের পরাগ স্টোরের মালিক শিমুল রঞ্জন ধর বলেন, ‘বৃষ্টি ও বন্যার কারণে গতকাল সকালে দোকান খুলিনি। দুপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলে দোকান খোলামাত্র ক্রেতারা লাইন দিয়ে পণ্য ক্রয় করা শুরু করেন।’
আরেক দোকানি রাজু আহমেদ বলেন, যিনি আগে দুটি মোমবাতি কিনতেন, তিনি দুই প্যাকেট কিনছেন। যার দরকার এক কেজি আলু, তিনি ১০ কেজি কিনছেন। ফলে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে।
নগরীর মদীনা মার্কেট এলাকার সিএনজি অটোরিকশাচালক সুমন মিয়া বলেন, শনিবার দুপুরে মদিনা মার্কেট থেকে বাগবাড়ি পর্যন্ত প্রায় ১৫টি দোকানে খুঁজে মোমবাতি, মুড়ি, আলু ও সয়াবিন তেল পাইনি।
নগরীর সুবিদবাজার এলাকার মো. রাসেল মিয়া বলেন, শনিবার বিদ্যুৎ যাওয়ার পর থেকে মোমবাতি ও দেশলাইয়ের চাহিদা বেড়েছে। বেশির ভাগ মানুষই চার-পাঁচ প্যাকেট করে মোমবাতি কিনে নিয়ে যাচ্ছেন। যে কারণে সংকট তৈরি হয়েছে।
এদিকে বন্যার কারণে সবজি বাজারেও অস্বস্থি দেখা দিয়েছে। ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। নগরীর মদিনা মার্কেট এলাকার খুচরা বিক্রেতা সোহেল আহমেদ বলেন, সবজির পাইকারি হাট টুকেরবাজার ও সুবহানীঘাট সবজির আড়ত পানিতে তলিয়ে গেছে, যার ফলে সবজি সংকট চলছে এবং দামও বেশি।
এ ব্যাপারে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ‘বন্যায় সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট ও কাজীরবাজার পানির নিচে চলে গেছে। পাশাপাশি খুচরা ব্যবসায়ীদেরও প্রতিষ্ঠান তলিয়ে গেছে, তাই পণ্য সরবরাহ কম। এতে নিত্যপণ্যের কিছুটা সংকট দেখা দিয়েছে। এ ছাড়া ক্রেতারাও প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনছেন। বাজারে সংকটের এটাও একটা কারণ। তবে আমরা বাজর মনিটরিং করছি। আশা করছি এই সংকট থাকবে না।’

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩৩ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৪৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে