Ajker Patrika

নগরীতে বাড়ছে রোগবালাই

নাজমুল হাসান সাগর ও শাকিলা ববি, সিলেট থেকে
নগরীতে বাড়ছে রোগবালাই

সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবেই পরিচিত উপশহর। তারই একটা অংশ পশ্চিম তেররতন। অন্য এলাকার পানি কোমর থেকে নেমে হাঁটুতে এলেও এই এলাকায় এখনো পানি হাঁটুর ওপরেই আছে। এক সপ্তাহ ধরে জমে থাকা এসব পানিতে ময়লা-আবর্জনা পচে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এই গন্ধ এতটাই তীব্র যে নাকেমুখে কাপড় না দিয়ে কথা বলতে গেলেই যেন নাড়িভুঁড়ি বেরিয়ে আসতে চায়।

তীব্র গন্ধের মধ্যেই তেররতন সি-ব্লক এলাকায় কথা হয় রেখা বেগম নামের এক নারীর সঙ্গে। ডুবে যাওয়া ভাড়ার ঘরের সামনে দাঁড়িয়ে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন মানুষের বাড়িতে কাজ করে সংসার চালানো এই নারী। ঠিকঠাক ত্রাণ পাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে রেখা বললেন, ত্রাণ না পেলে খাওয়া বন্ধ। কিন্তু এখন সব থেকে বড় সমস্যা হলো শরীর আর পায়ের চুলকানি। সাত-আট দিন থেকে এমন পচা পানিতে হাঁটাচলা করে শরীরে চুলকানি হয়েছে। পায়ের নখের চিপায় চিপায় ঘা। এভাবে আর কয়েক দিন গেলে পচন ধরবে।

রেখার সঙ্গে কথা শেষ না হতেই এগিয়ে এলেন আলেয়া খাতুন। মাটিকাটা শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করা এই নারী গত দুই দিন পেটের অসুখে ভুগছেন। গত শনিবার সারা দিন পেটের ব্যথা থাকলেও গতকাল রোববার সকাল থেকে কয়েকবার পাতলা পায়খানা হয়েছে তাঁর ৷ আলেয়া জানালেন, ওষুধ আর স্যালাইন কিনে খাওয়ার মতো আর্থিক অবস্থাও তাঁর নেই। অনেক সময় ত্রাণের সঙ্গে স্যালাইন দেয়। আজ এখন পর্যন্ত কেউ ত্রাণও দিতে আসেনি তাই স্যালাইন বা ওষুধও পাওয়া হয়নি তাঁর।

তিন দিন থেকে সর্দিজ্বরে আক্রান্ত শিশু সুমাইয়া আক্তার। তার বাবা আনিস হোসেন বলেন, ‘মেয়েটা জ্বর-সর্দিতে আক্রান্ত ৷ ওষুধ খাওয়ালাম তারপরেও ভালো হচ্ছে না।’ আনিসের কথা শেষ না হতেই সুমাইয়ার মা বলে উঠলেন, ‘দুইটা নাপা আর একটা গ্যাসের ট্যাবলেটে জ্বর যাবে কীভাবে?’ খোঁজ নিয়ে জানা গেছে একই এলাকায় পাশাপাশি কয়েক পরিবারের অন্তত পাঁচজন শিশু সর্দিজ্বরে আক্রান্ত।

উপশহর এলাকার সব থেকে বড় ওষুধের দোকান হোসাইন ফার্মেসি। এই ফার্মেসির তত্ত্বাবধায়ক মো. আশরাফ হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, দিনে অন্তত তাঁর ফার্মেসি থেকে পাঁচজন ডায়রিয়া ও পাতলা পায়খানার ওষুধ নিচ্ছে গত দুই দিন।

আশরাফের ভাষ্যমতে, এলাকার ৬০ ভাগ মানুষ এখন আর এখানে থাকে না। বাকি যারা আছে তাদের মধ্যে যদি দিনে অন্তত পাঁচজন এ ধরনের রোগের ওষুধ নিয়ে থাকে, ‘তাহলে বুঝুন, পরিস্থিতি কতটা ভয়াবহ হতে যাচ্ছে।’

বন্যার কারণে সিলেটে রাস্তাঘাট, শস্য ও মৎস্যসম্পদের সঙ্গে রোগব্যাধিও প্রকট আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। সিলেট সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় ১১৬ জন ডায়রিয়ার রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বন্যা-পরবর্তী রোগে আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও পানিতে ডুবে মৃত্যু হয়েছে ছয়জনের।

বন্যা উপদ্রুত এলাকায় রোগীর সংখ্যা এখন কম মনে হলেও কিছুদিন পরই ভয়াবহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেবে বলে শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুরু থেকেই সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. লেলিন চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ডায়রিয়া, টাইফয়েড, প্যারা টাইফয়েড, হেপাটাইটিস ও ফুড পয়জনিংয়ের মতো অসুখগুলো ভয়াবহ আকার ধারণ করবে সিলেটে। যদি বন্যা আক্রান্ত জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা না করা যায়, এই রোগ প্রাদুর্ভাব ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে এটা মোকাবিলা করা মুশকিল হয়ে যাবে বলেও মনে করেন তিনি।

শুরু থেকেই বন্যার্তদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছেন মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক নায়েক সফি আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যার শুরু থেকেই আমরা শুকনো খাবার, পানি, সাবান, স্যালাইন বিতরণ করছি দুর্গত এলাকায়। প্লাবিত এলাকাগুলোতে ঘরে ঘরে মানুষকে পানিবাহিত রোগে আক্রান্ত হতে দেখছি। ডায়রিয়া, চুলকানির পাশাপাশি অনেক মানুষ জ্বরসর্দিতে আক্রান্ত হয়েছে। অনেক ভয়াবহ অবস্থা বন্যাকবলিত এলাকার। গতকালও আমরা সদর উপজেলার খাসেরগাঁও, পুরান কালারুকা, দাবাদাগাঁওয়ের ১০০ পরিবারের মধ্যে ওষুধসামগ্রী বিতরণ করেছি।’ 
পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে এ ধরনের রোগী খুব কম এখনো। এটার আসল চিত্রটা পাওয়া যাবে উপজেলা পর্যায়ের হাসপাতালে ৷ তবে আরও কিছুদিন পরে বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ ও রোগীর সংখ্যা বাড়বে। সে অনুযায়ী আমাদের প্রস্তুতিও রয়েছে।’ 
বন্যা-পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় কী ধরনের প্রস্তুতি আছে? এমন প্রশ্নের জবাবে সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহারিয়ার বলেন, ‘সম্পূর্ণ সিলেট জেলায় ১৪০টি মেডিকেল টিম কাজ করছে। যার মধ্যে সিলেট শহরে আছে ৩টি। নদীর তীরবর্তী হওয়ায় কোম্পানীগঞ্জ, জৈন্তা, গোয়াইনঘাট, জকিগঞ্জ এলাকার অবস্থা খারাপ। পানিবাহিত রোগ ও রোগীর সংখ্যা বিবেচনায় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। পর্যাপ্ত পরিমাণ পানিবিশুদ্ধকর ট্যাবলেট, স্যালাইনসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ আমাদের মজুত আছে।’

পানি কমছে: সিলেটে ইতিমধ্যে প্লাবিত সব এলাকা থেকেই পানি নামতে শুরু করেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে পানি পুরোপুরি নেমে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে পানি নামতে শুরু করলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে কুশিয়ারার পানি বাড়ায় বাঁধ ভেঙে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপসহকারী প্রকৌশলী নিলয় পাশা বলছেন, সিলেটের বন্যা পরিস্থিতির আর খুব একটা অবনতি হওয়ার আশঙ্কা নেই। চার-পাঁচ দিনের মধ্যে বেশির ভাগ এলাকা থেকেই পানি নেমে যাবে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, কানাইঘাট ও সিলেট পয়েন্টে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। অমলসিদ ও শিউলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ ছাড়া অন্যান্য পাঁচটি পয়েন্টে লুবা, সারি, ধলা আর সুরমা, কুশিয়ারা নদীর পানি ছিল বিপৎসীমার নিচে।

কোনো ধরনের পূর্বাভাস ছাড়া পাহাড়ি ঢল থেকে সৃষ্ট এই বন্যায় সিলেটের ১১টি উপজেলায় মোট ১৮ হাজার ৭৪৯টি পুকুর, দিঘি, হ্যাচারি ও মাছের খামার তলিয়ে গেছে। এতে ২ কোটি ১৩ লাখ মাছের পোনা এবং ২ হাজার ৩০৫ টন মাছ বন্যার পানিতে ভেসে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

মৎস্য খাত ও যোগাযোগব্যবস্থায় চরম ক্ষতির আশঙ্কা: আগাম বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার ১৫৩টি সড়কের ৬৫৭ কিলোমিটার ডুবে গেছে। দুই জেলার বেশ কিছু উপজেলার অভ্যন্তরীণ ও জেলা সদরের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ব্যাপক দুর্ভোগে রয়েছে দুই জেলার অন্তত ২০ লাখ মানুষ। এখন পর্যন্ত এসব সড়ক পানির নিচে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা সম্ভব হয়নি বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন সিলেট সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী সুমন আহমেদ।

সিলেট জেলার সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে জেলা প্রশাসক মো. মজিবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত আপডেট কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায় নাই। তাই সার্বিক ক্ষয়ক্ষতির সঠিক হিসাবটা নিরূপণ করা যায়নি ৷ আমি দ্রুত সভা ডেকে আপডেট ক্ষয়ক্ষতির হিসাবটা জানার চেষ্টা করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। আজ সকাল সাড়ে ১০টায় তোলা। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। আজ সকাল সাড়ে ১০টায় তোলা। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনায় অংশ নিতে ঢাকামুখী হয়েছেন হাজার হাজার নেতা-কর্মী। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ অংশে মহাসড়কের বিভিন্ন এলাকায় এই যানজটের চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে মদনপুর পর্যন্ত এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে রূপগঞ্জের তারাব পর্যন্ত দীর্ঘ যানজট লেগে আছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন থেমে থেমে চলাচল করলেও ঢাকা-সিলেট মহাসড়কে অনেক যানবাহন একই স্থানে দীর্ঘ সময় আটকে রয়েছে। এতে যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। আজ সকাল সাড়ে ১০টায় তোলা। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট। আজ সকাল সাড়ে ১০টায় তোলা। ছবি: আজকের পত্রিকা

যানজটে আটকে পড়া রহমান রিপন বলেন, ‘মৌচাক থেকে মদনপুর যাওয়ার জন্য বের হয়েছিলাম। মাত্র ১০ মিনিটের পথ ৩০ মিনিটেও পাড়ি দিতে পারিনি।’

বিএনপির সমর্থক আশরাফুল আলম বলেন, ‘আমার নেতাকে একঝলক দেখার এবং তাঁর বক্তব্য শোনার আশায় কাজ রেখে পূর্বাচলের দিকে যাচ্ছি। কিন্তু যানজটে আটকে আছি।’

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, মূলত ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ধীরে চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে কাজ করছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 
আজ ভোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের গাড়ি উল্টে যায়। ছবি: আজকের পত্রিকা
আজ ভোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের গাড়ি উল্টে যায়। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের গজারিয়ায় হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশের টহলরত দুটি গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় কাভার্ড ভ্যানটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আহসান হাবিব ও কনস্টেবল নয়ন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ভোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের গাড়ি উল্টে যায়। ছবি: আজকের পত্রিকা
আজ ভোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের গাড়ি উল্টে যায়। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশের দুটি টহল গাড়ি বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে টহলরত গাড়ি দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের দুটি গাড়ি উল্টে যায় এবং দুজন পুলিশ সদস্য আহত হন।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে কাভার্ড ভ্যানটির চালক ও হেলপারকে আটক করা হয়। এই ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

আজ ভোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের গাড়ি উল্টে যায়। ছবি: আজকের পত্রিকা
আজ ভোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের গাড়ি উল্টে যায়। ছবি: আজকের পত্রিকা

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুবেল সিকদার বলেন, টহলরত দুটি গাড়ি মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে গাড়ি দুটি উল্টে যায়। এতে হাইওয়ে পুলিশের এক সার্জেন্ট ও এক কনস্টেবল আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

বেনাপোল (যশোর) প্রতিনিধি 
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন। ছবি: সংগৃহীত
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন। ছবি: সংগৃহীত

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। এই আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন।

এর আগে এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নুরুজ্জামান লিটনের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেন নুরুজ্জামান লিটন নিজেও।

উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর বলেন, ‘দল থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি নুরুজ্জামান লিটনকে দেওয়া হয়েছে।’

দলীয় সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ঘোষণাপত্রের মাধ্যমে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

এক মাস ধরে শার্শা উপজেলায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছিল। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও দলের প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধুর সমর্থকেরা একযোগে আন্দোলনে অংশ নেন। তাঁদের দাবি ছিল, দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ও নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। এই প্রেক্ষাপটে তাঁরা মফিকুল হাসান তৃপ্তির মনোনয়নের বিরোধিতা করেন।

শেষ পর্যন্ত স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনায় নিয়ে দল নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেয়।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, ‘শার্শার গণমানুষের চাওয়ার কারণেই আমি মনোনয়নপ্রত্যাশী ছিলাম। আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞ।’ একই সঙ্গে তিনি শার্শাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নুরুজ্জামান লিটন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিকে শক্তিশালী করা এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় তাঁর রয়েছে। মনোনয়নের খবর পাওয়ার পর তিনি মফিকুল হাসান তৃপ্তির বাসায় গিয়ে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন বলেও জানান।

বর্তমানে নুরুজ্জামান লিটন ঢাকায় অবস্থান করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে। নির্বাচনী এলাকায় ফিরে তিনি সবাইকে সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণা শুরু করবেন বলে জানান।

এদিকে মনোনয়ন পরিবর্তনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে মফিকুল হাসান তৃপ্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

রাজবাড়ী প্রতি‌নি‌ধি
সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওর‌ফে সম্রাট। ছবি: সংগৃহীত
সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওর‌ফে সম্রাট। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় চাঁদাবা‌জি করার সময় জনগ‌ণের পিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওর‌ফে সম্রাট নিহত হ‌য়েছেন। এ সময় দু‌টি অস্ত্রসহ তাঁর সহ‌যো‌গী সে‌লিম শেখ‌কে আটক ক‌রে পু‌লি‌শে দি‌য়েছে জনতা। বুধবার দিবাগত রাত পৌ‌নে ১১টার দি‌কে উপ‌জেলার ক‌লিমহর ইউনিয়‌নের হো‌সেনডাঙ্গা গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে। নিহত সম্রাট উপ‌জেলার ক‌লিমহর ইউনিয়‌নের হো‌সেনডাঙ্গার অক্ষয় মন্ড‌লের ছে‌লে। আটক সে‌লিম একই ইউনিয়‌নের বসাকু‌ষ্টিয়া গ্রা‌মের ইসলাম শে‌খের ছে‌লে।

সম্রা‌টের সহ‌যো‌গী‌ সেলিমের কাছ থে‌কে এক‌টি পিস্তল ও এক‌টি ওয়ান শুটারগান জব্দ করে‌ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
সম্রা‌টের সহ‌যো‌গী‌ সেলিমের কাছ থে‌কে এক‌টি পিস্তল ও এক‌টি ওয়ান শুটারগান জব্দ করে‌ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দাদের বরা‌ত দিয়ে পাংশা ম‌ডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, সম্রাট নিজের না‌মেই এক‌টি বা‌হিনী গড়ে তু‌লে মানুষ‌কে ভয়ভী‌তি দে‌খি‌য়ে চাঁদাবা‌জি কর‌তেন। দীর্ঘদিন ভার‌তে পা‌লি‌য়ে থাকার পর সম্প্রতি এলাকায়‌ ফি‌রে এসে এক‌টি বাড়িতে চাঁদা দা‌বি ক‌রেন। কিন্তু তারা চাঁদার টাকা দি‌তে অস্বীকৃতি জানা‌য়। গত রা‌তে সম্রাট তাঁর বা‌হিনীর সদস‌্যদের নি‌য়ে ওই বাড়িতে চাঁদার টাকা আন‌তে যান। এ সময় ওই বাড়ির লোকজন ডাকাত ডাকাত ব‌লে চিৎকার দি‌লে আশপা‌শের লোকজন এসে ধ‌রে তাঁকে গণ‌পিটু‌নি দেয়। এতে ঘটনাস্থ‌লেই তাঁর মৃত‌্যু হয়। এ সময় তাঁর অন‌্য সহ‌যো‌গীরা পালি‌য়ে গে‌লেও অস্ত্রসহ ধরা প‌ড়েন সে‌লিম না‌মের একজন।

ওসি শেখ মঈনুল ইসলাম আরও জানান, সম্রা‌টের সহ‌যো‌গী‌ সে‌লিম‌ের কাছ থে‌কে এক‌টি পিস্তল ও এক‌টি ওয়ান শুটারগান জব্দ করা হয়ে‌ছে। নিহত সম্রা‌টের না‌মে হত‌্যা, চাঁদাবা‌জিসহ একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। সম্রা‌টের মর‌দেহ ময়ন‌াতদন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নোর প্রস্তু‌তি চল‌ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত