মৌলভীবাজার প্রতিনিধি

ছুটে চলা ব্যস্ত সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে সুসজ্জিত রিকশা নজর কেড়েছে মৌলভীবাজার শহরবাসীর।
আমোদপ্রিয় এই শৌখিন রিকশা চালকের নাম শফিক মিয়া। বয়স তাঁর পঞ্চাশ। থাকেন সদর উপজেলার মাতারকাপন গ্রামে। শহরের মানুষদের পরিচিত মুখ শফিক মিয়া।
তাঁর পাঁচটি রিকশা। একটি নিজে চালান, বাকি ৪টি ভাড়ায় চলে। প্রতি রিকশা থেকে দৈনিক ৭০ টাকা ভাড়া পান। নিজে রিকশা চালিয়ে দৈনিক ৫০০-৬০০ টাকা আয় করেন। নিজে রিকশা ও ভাড়ায় চালিত রিকশায় যা পান তা দিয়েই সুখে শান্তিই চলে তাঁর সংসার।
শৌখিন রিকশা চালক শফিক মিয়ার সঙ্গে ব্যস্ততম সড়ক সেন্ট্রাল রোডে দেখা হয়।
আলাপকালে শফিক মিয়া জানান, আমার কাছে আমার রিকশা বড় গাড়ি। যাত্রীরাও আমার রিকশায় চড়ে আনন্দ পান। রিকশার সৌন্দর্যের জন্য ফুল, সিগন্যাল বাতি, অন্যান্য লাইট, মিউজিক বক্স এবং ব্যাটারির জন্য অতিরিক্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে।
শফিক আরও জানান, ফেসবুকে একটি আইডি রয়েছে। আইডিতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে। যাত্রীরা ফোন দিলে তাদের গন্তব্যে পৌঁছে যান। শহরের বিভিন্ন স্থান থেকে ফোন এলেই ছুটে যান যাত্রী সেবায়। এমনকি রাতে কেউ বিপদে পড়ে ফোন দিলে যত দূরেই হোক যে কোনো সময় তিনি হাজির হয়ে যান।
এ বিষয়ে যাত্রী রায়হান মোর্শেদ বলেন, ‘আমি শফিক মিয়ার রিকশায় চড়েছি। তিনি নিজের জগতে আমোদপ্রিয় একজন সুখী মানুষ। কম টাকায় সুখী থাকা যায়, আনন্দেও থাকা যায়। যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা যায়, এ বিষয়ে ভালো একটা উদাহরণ রিকশাচালক শফিক।
স্ত্রী, এক ছেলে এক মেয়ে নিয়ে চারজনের সংসার রিকশা চালক শফিক মিয়ার। বড় মেয়ে স্থানীয় একটি ক্লিনিকের সেবিকা। ছোট ছেলের বয়স তিন বছর। ছেলেকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।
শফিক জানান, যে কয়দিন বাঁচব আনন্দের সঙ্গে বাঁচতে চাই। আমার ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমি সব সময় মানুষকে আনন্দ দিতে এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

ছুটে চলা ব্যস্ত সড়কে, পাড়া-মহল্লার অলিগলিতে সুসজ্জিত রিকশা নজর কেড়েছে মৌলভীবাজার শহরবাসীর।
আমোদপ্রিয় এই শৌখিন রিকশা চালকের নাম শফিক মিয়া। বয়স তাঁর পঞ্চাশ। থাকেন সদর উপজেলার মাতারকাপন গ্রামে। শহরের মানুষদের পরিচিত মুখ শফিক মিয়া।
তাঁর পাঁচটি রিকশা। একটি নিজে চালান, বাকি ৪টি ভাড়ায় চলে। প্রতি রিকশা থেকে দৈনিক ৭০ টাকা ভাড়া পান। নিজে রিকশা চালিয়ে দৈনিক ৫০০-৬০০ টাকা আয় করেন। নিজে রিকশা ও ভাড়ায় চালিত রিকশায় যা পান তা দিয়েই সুখে শান্তিই চলে তাঁর সংসার।
শৌখিন রিকশা চালক শফিক মিয়ার সঙ্গে ব্যস্ততম সড়ক সেন্ট্রাল রোডে দেখা হয়।
আলাপকালে শফিক মিয়া জানান, আমার কাছে আমার রিকশা বড় গাড়ি। যাত্রীরাও আমার রিকশায় চড়ে আনন্দ পান। রিকশার সৌন্দর্যের জন্য ফুল, সিগন্যাল বাতি, অন্যান্য লাইট, মিউজিক বক্স এবং ব্যাটারির জন্য অতিরিক্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে।
শফিক আরও জানান, ফেসবুকে একটি আইডি রয়েছে। আইডিতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে। যাত্রীরা ফোন দিলে তাদের গন্তব্যে পৌঁছে যান। শহরের বিভিন্ন স্থান থেকে ফোন এলেই ছুটে যান যাত্রী সেবায়। এমনকি রাতে কেউ বিপদে পড়ে ফোন দিলে যত দূরেই হোক যে কোনো সময় তিনি হাজির হয়ে যান।
এ বিষয়ে যাত্রী রায়হান মোর্শেদ বলেন, ‘আমি শফিক মিয়ার রিকশায় চড়েছি। তিনি নিজের জগতে আমোদপ্রিয় একজন সুখী মানুষ। কম টাকায় সুখী থাকা যায়, আনন্দেও থাকা যায়। যার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা যায়, এ বিষয়ে ভালো একটা উদাহরণ রিকশাচালক শফিক।
স্ত্রী, এক ছেলে এক মেয়ে নিয়ে চারজনের সংসার রিকশা চালক শফিক মিয়ার। বড় মেয়ে স্থানীয় একটি ক্লিনিকের সেবিকা। ছোট ছেলের বয়স তিন বছর। ছেলেকে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।
শফিক জানান, যে কয়দিন বাঁচব আনন্দের সঙ্গে বাঁচতে চাই। আমার ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আমি সব সময় মানুষকে আনন্দ দিতে এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪৪ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে