জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার ১৮ দিন পর ফিরে ধর্ষণ মামলায় রাসেল আহমদ (২৩) নামে এক তরুণকে (প্রেমিক) কারাগারে যেতে হয়েছে। এর আগে বৃহস্পতিবার ওই যুগল এলাকায় ফিরে আসলে তাদের আটক করে পুলিশ।
এ ঘটনায় আজ শুক্রবার থানায় কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন (অপহরণ ও ধর্ষণ) আইনে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাসেল আহমদ জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত রাসেল আহমদ কেশবপুর এলাকার ৮ম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যান। ঘটনার ১৮ দিন পর গতকাল বৃহস্পতিবার তারা এলাকায় ফিরে আসেন। পরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে অভিযুক্ত রাসেলসহ কিশোরীকে আটক করে পুলিশ।
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেলের সঙ্গে ওই কিশোরীকে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
এ বিষয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটির সঙ্গে ওই ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটি ওই ছেলের সঙ্গে পালিয়ে যায়। ১৮ দিন পর ফিরে আসায় স্থানীয়দের ভয়ে মেয়ের মা তাঁদের আমার বাড়িতে নিয়ে আসনে। পরে থানায় খবর দিলে পুলিশ তাঁদের নিয়ে যায়।
তিনি আরও বলেন, মেয়েটি ওই ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ার পর মেয়ের মা আমাকে বিষয়টি জানিয়েছিল।
তবে বিষয়টি অস্বীকার করে মামলার বাদী কিশোরীর মা বলেন, ‘ছেলেটি আমার মেয়েকে স্কুলে যাওয়া–আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি জানতে পেরে আমি ওই ছেলেকে এমন আচরণ করতে বারণ করায় সে ক্ষিপ্ত হয়ে মেয়েকে অপহরণ করে। মেয়েকে ফিরে পাওয়ার পর জানতে পারি; রাসেল আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তাই আমি মামলা করেছি। আমি এর বিচার চাই।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ভিকটিমকে (ওই স্কুলছাত্রী) চিকিৎসকের পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার ১৮ দিন পর ফিরে ধর্ষণ মামলায় রাসেল আহমদ (২৩) নামে এক তরুণকে (প্রেমিক) কারাগারে যেতে হয়েছে। এর আগে বৃহস্পতিবার ওই যুগল এলাকায় ফিরে আসলে তাদের আটক করে পুলিশ।
এ ঘটনায় আজ শুক্রবার থানায় কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন (অপহরণ ও ধর্ষণ) আইনে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাসেল আহমদ জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত রাসেল আহমদ কেশবপুর এলাকার ৮ম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যান। ঘটনার ১৮ দিন পর গতকাল বৃহস্পতিবার তারা এলাকায় ফিরে আসেন। পরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে অভিযুক্ত রাসেলসহ কিশোরীকে আটক করে পুলিশ।
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেলের সঙ্গে ওই কিশোরীকে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
এ বিষয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটির সঙ্গে ওই ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটি ওই ছেলের সঙ্গে পালিয়ে যায়। ১৮ দিন পর ফিরে আসায় স্থানীয়দের ভয়ে মেয়ের মা তাঁদের আমার বাড়িতে নিয়ে আসনে। পরে থানায় খবর দিলে পুলিশ তাঁদের নিয়ে যায়।
তিনি আরও বলেন, মেয়েটি ওই ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ার পর মেয়ের মা আমাকে বিষয়টি জানিয়েছিল।
তবে বিষয়টি অস্বীকার করে মামলার বাদী কিশোরীর মা বলেন, ‘ছেলেটি আমার মেয়েকে স্কুলে যাওয়া–আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি জানতে পেরে আমি ওই ছেলেকে এমন আচরণ করতে বারণ করায় সে ক্ষিপ্ত হয়ে মেয়েকে অপহরণ করে। মেয়েকে ফিরে পাওয়ার পর জানতে পারি; রাসেল আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে। তাই আমি মামলা করেছি। আমি এর বিচার চাই।’
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ভিকটিমকে (ওই স্কুলছাত্রী) চিকিৎসকের পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে