
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. ফজলে রাব্বি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ও পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেন তাঁরা। পরে কলেজ প্রশাসন, পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান। তিনি বলেন, ‘রাব্বির মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
নিহত রাব্বি মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন (আরএসি টেকনোলজি) বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, আজ সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমাবেশে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান, রাব্বির মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো, কলেজের সামনে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং দেওয়া, কলেজের আশপাশের ফুটপাত ঠিক করে দেওয়া এবং পরিবহনের ন্যায্য ভাড়া নির্ধারিত করা।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গত ৫ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হন রাব্বি। পরে উদ্ধার করে মৌলভীবাজার সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. ফজলে রাব্বি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ও পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেন তাঁরা। পরে কলেজ প্রশাসন, পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান। তিনি বলেন, ‘রাব্বির মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
নিহত রাব্বি মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন (আরএসি টেকনোলজি) বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, আজ সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমাবেশে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান, রাব্বির মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো, কলেজের সামনে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং দেওয়া, কলেজের আশপাশের ফুটপাত ঠিক করে দেওয়া এবং পরিবহনের ন্যায্য ভাড়া নির্ধারিত করা।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গত ৫ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হন রাব্বি। পরে উদ্ধার করে মৌলভীবাজার সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে