শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল আকরাম। রোববার দিবাগত রাত ১২টায় শাল্লা থানায় এই জিডি করেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটি আবাসিক চিকিৎসকের মোবাইলে ফোন দিয়ে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এমনকি শাল্লা হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তারের পক্ষ নিয়ে আবাসিক মেডিকেল কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
এর মধ্যে এই হুমকি দেওয়ার একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিও রেকর্ডে চেয়ারম্যান আব্দুস ছাত্তার আবাসিক মেডিকেল কর্মকর্তাকে শাসিয়ে বলেন, ‘ওই মহিলাকে আমরা চাচ্ছি। আপনি কেন বেশি বাড়াবাড়ি করছেন। আপনার যদি ভালো না লাগে শাল্লা থেকে চলে যান। তবুও ওই মহিলার বিরুদ্ধে কথা বলা যাবে না। আর যদি বলেন তাহলে কাল আসছি হাসপাতালে আপনাকে দেখে নেব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার শাল্লায় যোগদানের পর থেকেই নানা বিতর্কের সৃষ্টি করেছেন। কোভিড ১৯ স্বেচ্ছাসেবীদের ৮ লাখ ৮২ হাজার টাকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় সত্যতা পান। এরপর থেকেই হাসপাতালের চিকিৎসকদের কোনো কারণ ছাড়াই কারণ দর্শানোর নোটিশ দেন সেলিনা। আর এসবের প্রতিবাদ করাতেই স্বাস্থ্য কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তারকে দিয়ে এই হুমকি দিয়েছেন বলে জানান ডা. রবিউল আকরাম।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জীবনের নিরাপত্তা চেয়ে ডা. রবিউল আকরাম জিডি করেছেন। জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল আকরাম। রোববার দিবাগত রাত ১২টায় শাল্লা থানায় এই জিডি করেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটি আবাসিক চিকিৎসকের মোবাইলে ফোন দিয়ে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এমনকি শাল্লা হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তারের পক্ষ নিয়ে আবাসিক মেডিকেল কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
এর মধ্যে এই হুমকি দেওয়ার একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। অডিও রেকর্ডে চেয়ারম্যান আব্দুস ছাত্তার আবাসিক মেডিকেল কর্মকর্তাকে শাসিয়ে বলেন, ‘ওই মহিলাকে আমরা চাচ্ছি। আপনি কেন বেশি বাড়াবাড়ি করছেন। আপনার যদি ভালো না লাগে শাল্লা থেকে চলে যান। তবুও ওই মহিলার বিরুদ্ধে কথা বলা যাবে না। আর যদি বলেন তাহলে কাল আসছি হাসপাতালে আপনাকে দেখে নেব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার শাল্লায় যোগদানের পর থেকেই নানা বিতর্কের সৃষ্টি করেছেন। কোভিড ১৯ স্বেচ্ছাসেবীদের ৮ লাখ ৮২ হাজার টাকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় সত্যতা পান। এরপর থেকেই হাসপাতালের চিকিৎসকদের কোনো কারণ ছাড়াই কারণ দর্শানোর নোটিশ দেন সেলিনা। আর এসবের প্রতিবাদ করাতেই স্বাস্থ্য কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তারকে দিয়ে এই হুমকি দিয়েছেন বলে জানান ডা. রবিউল আকরাম।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জীবনের নিরাপত্তা চেয়ে ডা. রবিউল আকরাম জিডি করেছেন। জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে