নিজস্ব প্রতিবেদক, সিলেট

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কমিটি ও চিনি চোরাকারবারিদের নিয়ে সমালোচনার জেরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) প্রবাল চৌধুরী পূজনের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
আজ রোববার দুপুরে এপিপি প্রবাল চৌধুরী পূজন বাদী হয়ে দ্রুত বিচার আইনে এজাহার দাখিল করলে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সুমন ভূঁইয়া তা আমলে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে দ্রুত এফআইআর হিসেবে লিপিবদ্ধ করে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিকসহ ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর হাকিম আদালতের এপিপি ও বাদীপক্ষের আইনজীবী মোহাইমিন চৌধুরী।
আইনজীবী পূজন মামলার আরজিতে বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের পদধারী নেতা হলেও তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। ১ নম্বর আসামি জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম র্যাবের তালিকায় ৯ নম্বর শীর্ষ সন্ত্রাসী। আসামিরা সিলেটে ভারতীয় চিনি চোরাকারবারের সঙ্গে জড়িত। চিনি চোরাকারবারি ও অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে প্রতিবাদমূলক পোস্ট করি। এর জেরে গত বৃহস্পতিবার রাতে আমার ওপর হামলা করা হয় এবং ভাঙচুর করা হয় আমার ব্যবসাপ্রতিষ্ঠান। হামলার সময় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
রোববার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা এখনো পাইনি। পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কমিটি ও চিনি চোরাকারবারিদের নিয়ে সমালোচনার জেরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) প্রবাল চৌধুরী পূজনের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
আজ রোববার দুপুরে এপিপি প্রবাল চৌধুরী পূজন বাদী হয়ে দ্রুত বিচার আইনে এজাহার দাখিল করলে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সুমন ভূঁইয়া তা আমলে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে দ্রুত এফআইআর হিসেবে লিপিবদ্ধ করে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিকসহ ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর হাকিম আদালতের এপিপি ও বাদীপক্ষের আইনজীবী মোহাইমিন চৌধুরী।
আইনজীবী পূজন মামলার আরজিতে বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের পদধারী নেতা হলেও তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। ১ নম্বর আসামি জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম র্যাবের তালিকায় ৯ নম্বর শীর্ষ সন্ত্রাসী। আসামিরা সিলেটে ভারতীয় চিনি চোরাকারবারের সঙ্গে জড়িত। চিনি চোরাকারবারি ও অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে প্রতিবাদমূলক পোস্ট করি। এর জেরে গত বৃহস্পতিবার রাতে আমার ওপর হামলা করা হয় এবং ভাঙচুর করা হয় আমার ব্যবসাপ্রতিষ্ঠান। হামলার সময় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
রোববার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা এখনো পাইনি। পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সমাবেশে বক্তারা বলেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
১১ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র দাসকে হত্যার ঘটনায় বরিশাল র্যাব-৮ ও কিশোরগঞ্জ র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে।রোববার (৪ জানুয়ারি) রাতে মাদারীপুর র্যাব ক্যাম্পে এই ব্যাপারে সংবাদ সম্মেলন করেন বরিশাল র্যাব-৮-এর কমান্ডার অধিনায়ক মুহাম্মদ শাহাদত হোসেন।
১৭ মিনিট আগে
রাজধানীর উত্তরায় উড়ালসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিকুর রহমান (১৮) নামের এক পুলিশ কর্মকর্তার ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মো. মারুফ (২১) নামের আরেক যুবক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়ালসড়কে শনিবার (৩ জানুয়ারি) রাতে...
৩১ মিনিট আগে
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ১৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ ছাড়া ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে