নিজস্ব প্রতিবেদক, সিলেট

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কমিটি ও চিনি চোরাকারবারিদের নিয়ে সমালোচনার জেরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) প্রবাল চৌধুরী পূজনের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
আজ রোববার দুপুরে এপিপি প্রবাল চৌধুরী পূজন বাদী হয়ে দ্রুত বিচার আইনে এজাহার দাখিল করলে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সুমন ভূঁইয়া তা আমলে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে দ্রুত এফআইআর হিসেবে লিপিবদ্ধ করে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিকসহ ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর হাকিম আদালতের এপিপি ও বাদীপক্ষের আইনজীবী মোহাইমিন চৌধুরী।
আইনজীবী পূজন মামলার আরজিতে বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের পদধারী নেতা হলেও তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। ১ নম্বর আসামি জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম র্যাবের তালিকায় ৯ নম্বর শীর্ষ সন্ত্রাসী। আসামিরা সিলেটে ভারতীয় চিনি চোরাকারবারের সঙ্গে জড়িত। চিনি চোরাকারবারি ও অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে প্রতিবাদমূলক পোস্ট করি। এর জেরে গত বৃহস্পতিবার রাতে আমার ওপর হামলা করা হয় এবং ভাঙচুর করা হয় আমার ব্যবসাপ্রতিষ্ঠান। হামলার সময় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
রোববার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা এখনো পাইনি। পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কমিটি ও চিনি চোরাকারবারিদের নিয়ে সমালোচনার জেরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) প্রবাল চৌধুরী পূজনের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
আজ রোববার দুপুরে এপিপি প্রবাল চৌধুরী পূজন বাদী হয়ে দ্রুত বিচার আইনে এজাহার দাখিল করলে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সুমন ভূঁইয়া তা আমলে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে দ্রুত এফআইআর হিসেবে লিপিবদ্ধ করে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিকসহ ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর হাকিম আদালতের এপিপি ও বাদীপক্ষের আইনজীবী মোহাইমিন চৌধুরী।
আইনজীবী পূজন মামলার আরজিতে বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের পদধারী নেতা হলেও তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। ১ নম্বর আসামি জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম র্যাবের তালিকায় ৯ নম্বর শীর্ষ সন্ত্রাসী। আসামিরা সিলেটে ভারতীয় চিনি চোরাকারবারের সঙ্গে জড়িত। চিনি চোরাকারবারি ও অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়ে প্রতিবাদমূলক পোস্ট করি। এর জেরে গত বৃহস্পতিবার রাতে আমার ওপর হামলা করা হয় এবং ভাঙচুর করা হয় আমার ব্যবসাপ্রতিষ্ঠান। হামলার সময় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
রোববার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা এখনো পাইনি। পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
৩৭ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
৪১ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
২ ঘণ্টা আগে