নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী ও পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে। আজ শুক্রবার সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডা. শফিকুর রহমান এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা ও মট—ধর্মীয় কোনো স্থানেই নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন হবে না। বরং মানুষ ঘরে-বাইরে ধর্মীয়, সামাজিক ও পেশাগত কাজে পূর্ণ স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা উপভোগ করবে।’
তিনি আরও বলেন, ‘যদি জামায়াত ক্ষমতায় আসে, তবে আল্লাহর কোরআনের ভিত্তিতে পুরুষের পাশাপাশি আমাদের মা-বোনেরা, মেয়েরা অত্যন্ত মর্যাদা, গর্ব এবং ইজ্জতের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করবেন, পাবেন পূর্ণ নিরাপত্তা।’
আওয়ামী লীগকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা জনগণের টাকা দিয়ে অস্ত্র কিনে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে, তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা এ ধরনের রাজনীতি চায় কি না। এ ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চাই না। তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। ১৫ বছর ধরে যারা নামাজি মানুষকে অপদস্থ করেছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের আর এই অপকর্ম দেশে হতে দেওয়া হবে না।’
আমিরে জামায়াত বলেন, ‘আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। তবে এ কাজ একা জামায়াত করতে পারবে না, জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে কিছু হবে না, মানুষকেই ভালো পথে এগোতে হবে।’

তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে জাতিকে টুকরা টুকরা করতে দেব না। আমরা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি চাই। শান্তির বাংলাদেশ, অগ্রগতি ও উন্নয়নের বাংলাদেশ, ন্যায়বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা চাই।’
ডা. শফিক আরও বলেন, ‘২০০৫ সালের ২৮ অক্টোবর দেশের মানুষ পথ হারিয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট তারা পথ ফিরে পেয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর মানুষ এখন দুশ্চিন্তামুক্ত।’
দলের হাজার হাজার কর্মী-সমর্থক শীত ও কুয়াশা উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত নেন। এ সময় সিলেট শহরের আশপাশের রাস্তাঘাটও মানুষে পূর্ণ হয়ে যায়।
জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য দেন এহসানুল মাহবুব জোবায়ের, মুহাম্মদ সেলিম উদ্দীন, মাওলানা হাবিবুর রহমান, সায়েদ আলী, ফখরুল ইসলাম ও তোফায়েল আহমদ খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী ও পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে। আজ শুক্রবার সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডা. শফিকুর রহমান এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা ও মট—ধর্মীয় কোনো স্থানেই নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন হবে না। বরং মানুষ ঘরে-বাইরে ধর্মীয়, সামাজিক ও পেশাগত কাজে পূর্ণ স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা উপভোগ করবে।’
তিনি আরও বলেন, ‘যদি জামায়াত ক্ষমতায় আসে, তবে আল্লাহর কোরআনের ভিত্তিতে পুরুষের পাশাপাশি আমাদের মা-বোনেরা, মেয়েরা অত্যন্ত মর্যাদা, গর্ব এবং ইজ্জতের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করবেন, পাবেন পূর্ণ নিরাপত্তা।’
আওয়ামী লীগকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা জনগণের টাকা দিয়ে অস্ত্র কিনে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে, তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা এ ধরনের রাজনীতি চায় কি না। এ ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চাই না। তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। ১৫ বছর ধরে যারা নামাজি মানুষকে অপদস্থ করেছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের আর এই অপকর্ম দেশে হতে দেওয়া হবে না।’
আমিরে জামায়াত বলেন, ‘আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। তবে এ কাজ একা জামায়াত করতে পারবে না, জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে কিছু হবে না, মানুষকেই ভালো পথে এগোতে হবে।’

তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে জাতিকে টুকরা টুকরা করতে দেব না। আমরা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি চাই। শান্তির বাংলাদেশ, অগ্রগতি ও উন্নয়নের বাংলাদেশ, ন্যায়বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা চাই।’
ডা. শফিক আরও বলেন, ‘২০০৫ সালের ২৮ অক্টোবর দেশের মানুষ পথ হারিয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট তারা পথ ফিরে পেয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর মানুষ এখন দুশ্চিন্তামুক্ত।’
দলের হাজার হাজার কর্মী-সমর্থক শীত ও কুয়াশা উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত নেন। এ সময় সিলেট শহরের আশপাশের রাস্তাঘাটও মানুষে পূর্ণ হয়ে যায়।
জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য দেন এহসানুল মাহবুব জোবায়ের, মুহাম্মদ সেলিম উদ্দীন, মাওলানা হাবিবুর রহমান, সায়েদ আলী, ফখরুল ইসলাম ও তোফায়েল আহমদ খান।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৬ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৬ ঘণ্টা আগে