Ajker Patrika

স্ত্রীর জানাজার আগ মুহূর্তেই মারা গেলেন স্বামী, পাশাপাশি দাফন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 
মৃত জমশিদ আলী। ছবি: সংগৃহীত
মৃত জমশিদ আলী। ছবি: সংগৃহীত

স্ত্রীর মৃত্যুর শোকে জানাজার সময় মারা গেলেন স্বামী জমশিদ আলীও। ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও আটঘর গ্রামে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শতবর্ষী জমশিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা বার্ধক্যের রোগে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মারা যান। জানাজা ঠিক করা হয় আজ রোববার বেলা ১১টার দিকে।

গতকাল শনিবার রাতে এশার নামাজ আদায় শেষে বেশ কিছুক্ষণ পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত করেন জমশিদ আলী। আজ সকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হলে দ্রুত তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপরই জানাজার ঠিক আগমুহূর্তে তিনি চলে যান না ফেরার দেশে। বাদ আসর স্ত্রীর পাশেই তাঁকে শায়িত করা হয়।

জমশিদ-হাওয়ারুন দম্পতি ৬ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই দম্পতির ছেলে আব্দুল আজিজ বলেন, ‘আমাদের আম্মা মৃত্যুর পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়েছিল। এর ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়লে আমরা তাঁকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা গ্রহণ শেষে বাড়িতে আসার পর আম্মার জানাজার নামাজের ১০–১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান। এক সঙ্গে আব্বা-আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্ঠদায়ক।’

এই দম্পতির বিষয়ে স্থানীয় নকীখালি বাজারের ব্যবসায়ী মো. কাওছার খান বলেন, ‘এরকম দম্পতি খুব কমই দেখেছি। তারা একজন আরেক জনের হাত ধরে ডাক্তারের কাছে যেত। কোথাও গেলে সব সময় তাদেরকে একসাথেই দেখা যেত। আজ একসঙ্গেই তারা কবরে চলে গেলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিবিসি বাংলার সমালোচনার পর দুঃখপ্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছুটি না দেওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে হাঁটা দিলেন সরকারি কর্মকর্তা

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

বেনজীর আহমেদের বক্তব্যে সব পুলিশ সদস্য ক্ষুব্ধ: পুলিশ অ্যাসোসিয়েশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত