
সিলেটে আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে মিলছে ফাইজারের টিকা। করোনা টিকার জন্য নিবন্ধিতদের চাপ কমাতে ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন কেন্দ্রের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করেছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমা কদমতলীস্থ কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড়স্থ কার্যালয় ও ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছে। এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিতরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন করে নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।
নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত রয়েছেন। তাঁদের টিকার আওতায় নিয়ে আসতে অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস বন্ধ রেখে পুরোনো এসএমএসপ্রাপ্তদের প্রথম ডোজ গ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএসপ্রাপ্ত মানুষ প্রথম ডোজ গ্রহণ করেন। অপরদিকে, বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ গ্রহণ করেননি।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী হাসপাতাল কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ড দিয়ে ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য ২ হাজার ও দ্বিতীয় ডোজের জন্য ২ হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষ টিকা গ্রহণ করছেন।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোন ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিতের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব কটি ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্র না থাকায় এই কেন্দ্রে নিবন্ধিতরা ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণকারীদের ভিড় বেড়ে চলেছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের কার্যক্রম। এ ছাড়া নগর ভবনস্থ অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ডে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৫ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৫ মিনিট আগে