সিলেট প্রতিনিধি

সিলেটে আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে মিলছে ফাইজারের টিকা। করোনা টিকার জন্য নিবন্ধিতদের চাপ কমাতে ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন কেন্দ্রের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করেছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমা কদমতলীস্থ কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড়স্থ কার্যালয় ও ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছে। এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিতরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন করে নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।
নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত রয়েছেন। তাঁদের টিকার আওতায় নিয়ে আসতে অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস বন্ধ রেখে পুরোনো এসএমএসপ্রাপ্তদের প্রথম ডোজ গ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএসপ্রাপ্ত মানুষ প্রথম ডোজ গ্রহণ করেন। অপরদিকে, বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ গ্রহণ করেননি।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী হাসপাতাল কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ড দিয়ে ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য ২ হাজার ও দ্বিতীয় ডোজের জন্য ২ হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষ টিকা গ্রহণ করছেন।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোন ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিতের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব কটি ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্র না থাকায় এই কেন্দ্রে নিবন্ধিতরা ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণকারীদের ভিড় বেড়ে চলেছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের কার্যক্রম। এ ছাড়া নগর ভবনস্থ অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ডে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে।

সিলেটে আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে মিলছে ফাইজারের টিকা। করোনা টিকার জন্য নিবন্ধিতদের চাপ কমাতে ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন কেন্দ্রের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করেছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমা কদমতলীস্থ কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড়স্থ কার্যালয় ও ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছে। এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিতরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন করে নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।
নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত রয়েছেন। তাঁদের টিকার আওতায় নিয়ে আসতে অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস বন্ধ রেখে পুরোনো এসএমএসপ্রাপ্তদের প্রথম ডোজ গ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএসপ্রাপ্ত মানুষ প্রথম ডোজ গ্রহণ করেন। অপরদিকে, বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ গ্রহণ করেননি।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী হাসপাতাল কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ড দিয়ে ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য ২ হাজার ও দ্বিতীয় ডোজের জন্য ২ হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষ টিকা গ্রহণ করছেন।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোন ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিতের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব কটি ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।
পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্র না থাকায় এই কেন্দ্রে নিবন্ধিতরা ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণকারীদের ভিড় বেড়ে চলেছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের কার্যক্রম। এ ছাড়া নগর ভবনস্থ অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ডে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে