নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরের বিভিন্ন স্থানে স্থাপিত বিজ্ঞাপনী বিলবোর্ড বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এসবের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের কাছে সাড়ে ৩০ লাখেরও বেশি টাকা পাওনা রয়েছে। বারবার নোটিশ দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলো টাকা দিচ্ছে না।
আজ মঙ্গলবার অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিলবোর্ড থেকে অপসারণ করেছেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।
সিসিক সূত্র জানায়, সিলেট মহানগরের সুবিধবাজার ও পাঠানটুলা এলাকার বিলবোর্ডগুলোতে বিজ্ঞাপন দেওয়া তিনটি প্রতিষ্ঠানের কাছে ৩০ লাখ ৬৫ হাজার টাকা পায় সিসিক। একাধিকার তাদের নোটিশ দিলেও বকেয়া টাকা পরিশোধ করছে না প্রতিষ্ঠানগুলো। ফলে আজ দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে সুবিধবাজার ও পাঠানটুলা এলাকার বিলবোর্ডগুলো থেকে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অপসারণ করা হয়।
প্রতিষ্ঠান তিনটি হচ্ছে সিটি লিংক, এ টু জেড ও অর্কিড অ্যাড। এগুলোর মধ্যে সিটি লিংকের কাছে ৫ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা, এ টু জেড–এর কাছে ১৯ লাখ ২০ হাজার ও অর্কিড অ্যাডের কাছে ৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা পাওনা সিসিকের।
অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি টিম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন, তিনটি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে টাকা পাওনা থাকায় এবং বারবার নোটিশ দেওয়ার পরও টাকা না দেওয়ায় আজ তাদের বিজ্ঞাপনগুলো অপসারণ করা হয়েছে। আবারও তাদের নোটিশ দেওয়া হবে। এরপরও টাকা না দিলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট মহানগরের বিভিন্ন স্থানে স্থাপিত বিজ্ঞাপনী বিলবোর্ড বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এসবের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের কাছে সাড়ে ৩০ লাখেরও বেশি টাকা পাওনা রয়েছে। বারবার নোটিশ দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলো টাকা দিচ্ছে না।
আজ মঙ্গলবার অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিলবোর্ড থেকে অপসারণ করেছেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।
সিসিক সূত্র জানায়, সিলেট মহানগরের সুবিধবাজার ও পাঠানটুলা এলাকার বিলবোর্ডগুলোতে বিজ্ঞাপন দেওয়া তিনটি প্রতিষ্ঠানের কাছে ৩০ লাখ ৬৫ হাজার টাকা পায় সিসিক। একাধিকার তাদের নোটিশ দিলেও বকেয়া টাকা পরিশোধ করছে না প্রতিষ্ঠানগুলো। ফলে আজ দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে সুবিধবাজার ও পাঠানটুলা এলাকার বিলবোর্ডগুলো থেকে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অপসারণ করা হয়।
প্রতিষ্ঠান তিনটি হচ্ছে সিটি লিংক, এ টু জেড ও অর্কিড অ্যাড। এগুলোর মধ্যে সিটি লিংকের কাছে ৫ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা, এ টু জেড–এর কাছে ১৯ লাখ ২০ হাজার ও অর্কিড অ্যাডের কাছে ৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা পাওনা সিসিকের।
অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি টিম।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন, তিনটি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে টাকা পাওনা থাকায় এবং বারবার নোটিশ দেওয়ার পরও টাকা না দেওয়ায় আজ তাদের বিজ্ঞাপনগুলো অপসারণ করা হয়েছে। আবারও তাদের নোটিশ দেওয়া হবে। এরপরও টাকা না দিলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
২ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৩ ঘণ্টা আগে