জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

নিজেকে ভোটের কাঙাল বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার বিকেল ৪টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ষড়পল্লি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন ও ছাত্রনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাকে ফুল ছিটিয়ে বরণ করতে হবে না। আমাকে কোনো দিন ফুলেল মালা দিবেন না। ক্রেস্ট দিবেন না। আমি এই সবের কাঙাল নই। আমি এক বিষয়ে কাঙাল। ভোটের কাঙাল! তাও জোর করে ভোট নিতাম নায়। গালাগালি, ভয় দেখিয়ে এবং কারও কথা বলে আমি ভোট চাই না। আল্লাহর নাম আর আমার কাম। এই দুইটা বিচার করে, ভোট দিলে দিবা না হলে না।’
মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে আমি খুশি হই। বাঙালি জাতিকে দীর্ঘদিন শিক্ষা-দীক্ষাসহ সার্বিক উন্নয়নে পিছিয়ে রাখা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। আমরা এখন তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাসহ সার্বিক উন্নয়নে কাজ করছি।’
ষড়পল্লি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ জুনেদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে একটি চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি পাঁচতলা মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর এবং ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে দুটি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ ছাড়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে চকতিলক-দাওরাই সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিজেকে ভোটের কাঙাল বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার বিকেল ৪টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ষড়পল্লি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন ও ছাত্রনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাকে ফুল ছিটিয়ে বরণ করতে হবে না। আমাকে কোনো দিন ফুলেল মালা দিবেন না। ক্রেস্ট দিবেন না। আমি এই সবের কাঙাল নই। আমি এক বিষয়ে কাঙাল। ভোটের কাঙাল! তাও জোর করে ভোট নিতাম নায়। গালাগালি, ভয় দেখিয়ে এবং কারও কথা বলে আমি ভোট চাই না। আল্লাহর নাম আর আমার কাম। এই দুইটা বিচার করে, ভোট দিলে দিবা না হলে না।’
মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে আমি খুশি হই। বাঙালি জাতিকে দীর্ঘদিন শিক্ষা-দীক্ষাসহ সার্বিক উন্নয়নে পিছিয়ে রাখা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। আমরা এখন তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাসহ সার্বিক উন্নয়নে কাজ করছি।’
ষড়পল্লি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ জুনেদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে একটি চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি পাঁচতলা মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর এবং ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে দুটি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ ছাড়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে চকতিলক-দাওরাই সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৯ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে