সিলেট জকিগঞ্জ উপজেলার থেকে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জকিগঞ্জ থানা–পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দিগ্ধ নজরুল ইসলাম ঘরের জানালা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর স্ত্রী পরভীন বেগমকে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশ।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত হারিছ আলীর ছেলে নজরুল ইসলামের বসতঘর থেকে এসব মানক উদ্ধার করা।
জকিগঞ্জ থানা সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাসেমের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই নুর জামালের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে বসতঘরে পৃথক দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে মাদকগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নজরুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী আটক পারভীন বেগম (৪০) কে আসামি করে মামলা দায়ের করে।
স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের আয় উপার্জনের বৈধ কোন পেশা নেই। তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তাঁর স্ত্রীর সহায়তায় দীর্ঘদিন থেকে তিনি ভারত থেকে ফেনসিডিল আমদানি করে স্থানীয়ভাবে বিক্রয় করে আসছেন। নজরুল ইসলাম এলাকায় ফেনসিডিল বিক্রয় করায় এলাকার যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিতে প্রায়ই ফেনসিডিল ক্রয় বিক্রয়ের কাজে তাঁর স্ত্রী পারভীন আক্তার ব্যবহার করে আসছেন বলে জানান তাঁরা।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাসেম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে। আমরা মাদক ব্যবসায়ী বা মাদকসেবী কাউকে কখনো ছাড় দেব না।’

বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
১১ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে