নিজস্ব প্রতিবেদক,সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের ২৮ দিন পর সংকট সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ২৫ দিন পর নিজ কার্যালয়ে যান।
শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। পরে উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ করতে তাঁর কার্যালয়ে যান। ১৬ জানুয়ারিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রায় ২৫ দিন পর তিনি নিজ কার্যালয়ে যান শাবিপ্রবি উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শিক্ষা কার্যক্রম শুরু হবে। সেই ধারাবাহিকতায় এখানেও আমরা চাই শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। সে জন্য সবাইকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীরা যে সব দাবি জানিয়েছে তার অধিকাংশই শিক্ষা সংকট সংক্রান্ত। আমরা শিক্ষাক্ষেত্রে এসব সংকট নিরসন করতে চাই।'
শিক্ষার্থীদের সঙ্গে আলাপ শেষে তিনি উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে গাড়িতে উঠতে চাইলে তাঁকে উঠতে দেননি মন্ত্রী। পরে গোয়েন্দা কর্মকর্তাদের গাড়িতে তিনি বাসভবনে ফিরে যান।
আলোচনা শেষে হামলার ঘটনা কারও কাম্য ছিল না জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম জানান, আলোচনায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষামন্ত্রী উপাচার্যকে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।
শাবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, ‘হামলার ঘটনার জন্য কারা দায়ী সেটা তদন্তের বিষয়। এ ছাড়া উপাচার্যের পদত্যাগের বিষয়ে আচার্য কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন তিনি।'
শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আফতাব উদ্দিন প্রামাণিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের ২৮ দিন পর সংকট সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ২৫ দিন পর নিজ কার্যালয়ে যান।
শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। পরে উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ করতে তাঁর কার্যালয়ে যান। ১৬ জানুয়ারিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রায় ২৫ দিন পর তিনি নিজ কার্যালয়ে যান শাবিপ্রবি উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শিক্ষা কার্যক্রম শুরু হবে। সেই ধারাবাহিকতায় এখানেও আমরা চাই শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। সে জন্য সবাইকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীরা যে সব দাবি জানিয়েছে তার অধিকাংশই শিক্ষা সংকট সংক্রান্ত। আমরা শিক্ষাক্ষেত্রে এসব সংকট নিরসন করতে চাই।'
শিক্ষার্থীদের সঙ্গে আলাপ শেষে তিনি উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে গাড়িতে উঠতে চাইলে তাঁকে উঠতে দেননি মন্ত্রী। পরে গোয়েন্দা কর্মকর্তাদের গাড়িতে তিনি বাসভবনে ফিরে যান।
আলোচনা শেষে হামলার ঘটনা কারও কাম্য ছিল না জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম জানান, আলোচনায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষামন্ত্রী উপাচার্যকে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।
শাবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, ‘হামলার ঘটনার জন্য কারা দায়ী সেটা তদন্তের বিষয়। এ ছাড়া উপাচার্যের পদত্যাগের বিষয়ে আচার্য কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন তিনি।'
শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আফতাব উদ্দিন প্রামাণিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে