বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নু’মান আহমদকে অপসারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে ছাত্র-অভিভাবকসহ অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রিন্সিপাল নু’মান আহমদের পক্ষের মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র ইসলামউদ্দিন জানান, বহিরাগতদের হামলায় তাদের পক্ষের আব্দুল সামাদ, গিয়াস উদ্দিন, আউয়াল হোসেন পারভেজ, মিনহাজ উদ্দিন, আবিদ উদ্দিন ও শাহজাহানসহ আরও ১০-১৫ জন ছাত্র আহত হয়েছেন।
আর প্রিন্সিপালকে অপসারণের পক্ষের লোক শরিষপুর গ্রামের আব্দুল হান্নান জানান, তাদের পক্ষে প্রায় ৭-৮ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন—সুরত মিয়া, ছালিক মিয়া, জলাল মিয়া, সাইদুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের আগে একপক্ষ ছিল প্রিন্সিপালের পক্ষে ও অপরপক্ষ ছিল প্রিন্সিপালকে অপসারণের পক্ষে। এ সময় অনেকের হাতে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে হামলা করতে দেখা যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ ১৫ দিনের দুই দফা ছুটি শেষে বৃহস্পতিবার মাদ্রাসায় যোগদান করতে গেলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নু’মান আহমদের সঙ্গে মোবাইলে ফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নাজিমউদ্দিন বলেন, প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ জোরপূর্বক মাদ্রাসায় ঢুকে দায়িত্ব নিতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বৈঠক করেছেন। সাবেক প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদের ছুটির বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি (মাওলানা নাজিমউদ্দিন) ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করবেন বলে জানান।
এ ব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় আজকের পত্রিকাকে বলেন, উভয় পক্ষকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসায় ক্লাস চলবে এবং সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ ছুটিতে থাকবেন। এ ছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের আইডি কার্ড বানিয়ে দেওয়া হবে যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে।

সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নু’মান আহমদকে অপসারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে ছাত্র-অভিভাবকসহ অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রিন্সিপাল নু’মান আহমদের পক্ষের মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র ইসলামউদ্দিন জানান, বহিরাগতদের হামলায় তাদের পক্ষের আব্দুল সামাদ, গিয়াস উদ্দিন, আউয়াল হোসেন পারভেজ, মিনহাজ উদ্দিন, আবিদ উদ্দিন ও শাহজাহানসহ আরও ১০-১৫ জন ছাত্র আহত হয়েছেন।
আর প্রিন্সিপালকে অপসারণের পক্ষের লোক শরিষপুর গ্রামের আব্দুল হান্নান জানান, তাদের পক্ষে প্রায় ৭-৮ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন—সুরত মিয়া, ছালিক মিয়া, জলাল মিয়া, সাইদুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের আগে একপক্ষ ছিল প্রিন্সিপালের পক্ষে ও অপরপক্ষ ছিল প্রিন্সিপালকে অপসারণের পক্ষে। এ সময় অনেকের হাতে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে হামলা করতে দেখা যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ ১৫ দিনের দুই দফা ছুটি শেষে বৃহস্পতিবার মাদ্রাসায় যোগদান করতে গেলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নু’মান আহমদের সঙ্গে মোবাইলে ফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নাজিমউদ্দিন বলেন, প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ জোরপূর্বক মাদ্রাসায় ঢুকে দায়িত্ব নিতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বৈঠক করেছেন। সাবেক প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদের ছুটির বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি (মাওলানা নাজিমউদ্দিন) ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করবেন বলে জানান।
এ ব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় আজকের পত্রিকাকে বলেন, উভয় পক্ষকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসায় ক্লাস চলবে এবং সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ ছুটিতে থাকবেন। এ ছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের আইডি কার্ড বানিয়ে দেওয়া হবে যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে