প্রতিনিধি, সিলেট

সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকল্পে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ৩৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে। এ অভিযোগে ১০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার এজাহার জমা দেওয়া হয়।
আসামিরা হলেন-শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির সহকারী প্রধান হিসাব রক্ষক (বহিষ্কৃত) খন্দকার মুহাম্মদ ইকবাল, রসায়নবিদ (বহিষ্কৃত) নেছার উদ্দিন আহমদ, ঠিকাদার মোসাম্মাত হালিমা আক্তার, মো. নূরুল হোসেন, এএসএম ইসমাইল খান, সাইফুল হক, নাজির আহমদ, মো. হেলাল উদ্দিন, মো. জামশেদুর রহমান খন্দকার ও মো. আহসান উল্লাহ চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়, সার কারখানার বহিষ্কৃত দুই কর্মকর্তা ও ৮ ঠিকাদারদের যোগসাজশে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাৎ করেন।
দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নুর-ই-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে দুদক তদন্ত শুরু করে। ৬ মাস দীর্ঘ তদন্ত করে প্রায় ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করা হয়।
নুর-ই-আলম আরও বলেন, মামলা দায়েরের পর এখন অধিকতর তদন্ত চলবে। তদন্তে অর্থ আত্মসাতের সঙ্গে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও আসামি করা হবে।
উল্লেখ্য, সিলেটের ফেঞ্চুগঞ্জে জরাজীর্ণ হয়ে পড়ে প্রাকৃতিক গ্যাস সার কারখানা (এনজিএলএফ) দীর্ঘদিন ধরে লোকসানে ছিল। তাই এই কারখানার পাশেই প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে শাহজালাল সার কারখানা নির্মাণ করা হয়। ২০১৭ সালে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে শাহজালাল সার কারখানা লিমিটেড।

সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকল্পে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ৩৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উঠেছে। এ অভিযোগে ১০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার এজাহার জমা দেওয়া হয়।
আসামিরা হলেন-শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির সহকারী প্রধান হিসাব রক্ষক (বহিষ্কৃত) খন্দকার মুহাম্মদ ইকবাল, রসায়নবিদ (বহিষ্কৃত) নেছার উদ্দিন আহমদ, ঠিকাদার মোসাম্মাত হালিমা আক্তার, মো. নূরুল হোসেন, এএসএম ইসমাইল খান, সাইফুল হক, নাজির আহমদ, মো. হেলাল উদ্দিন, মো. জামশেদুর রহমান খন্দকার ও মো. আহসান উল্লাহ চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়, সার কারখানার বহিষ্কৃত দুই কর্মকর্তা ও ৮ ঠিকাদারদের যোগসাজশে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাৎ করেন।
দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নুর-ই-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে দুদক তদন্ত শুরু করে। ৬ মাস দীর্ঘ তদন্ত করে প্রায় ৩৮ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০২ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করা হয়।
নুর-ই-আলম আরও বলেন, মামলা দায়েরের পর এখন অধিকতর তদন্ত চলবে। তদন্তে অর্থ আত্মসাতের সঙ্গে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও আসামি করা হবে।
উল্লেখ্য, সিলেটের ফেঞ্চুগঞ্জে জরাজীর্ণ হয়ে পড়ে প্রাকৃতিক গ্যাস সার কারখানা (এনজিএলএফ) দীর্ঘদিন ধরে লোকসানে ছিল। তাই এই কারখানার পাশেই প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে শাহজালাল সার কারখানা নির্মাণ করা হয়। ২০১৭ সালে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে শাহজালাল সার কারখানা লিমিটেড।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২০ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৬ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩১ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে