প্রতিনিধি

সিলেট: সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আটটি আইসিইউ বেড চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে করোনা রোগীরা এসব আইসিইউ বেডে চিকিৎসা নিচ্ছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: হিমাংশু লাল রায় বলেন, সিলেটে করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিইউ বেড সংকট থাকায় ও রোগীর চাপ বাড়ায় ওসামানী হাসপাতালে আটটি আইসিইউ বেড চালু করা হয়েছে। এখানে করোনার সংকটাপন্ন রোগীরা চিকিৎসা পাবেন।
উপ-পরিচালক আরও বলেন, ওসমানীতে আগে থেকেই করোনা রোগীদের জন্য চিকিৎসা সুবিধা চালু ছিল। করোনার নতুন স্ট্রেইন ধরা পড়ার পর আবারো হাসপাতালটি করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। আইসিইউ ছাড়া ওসমানী হাসপাতালে সন্দেহভাজন ৩৫ জন, করোনায় আক্রান্ত ৫ জন ভর্তি আছেন। শিগগিরই এ হাসপাতালে ২’শ বেডের করোনা আইসোলেশন সেন্টার চালু করা হবে বলেও জানান তিনি।
এছাড়াও সিলেটে করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এ হাসপাতালের আইসিইউ বেড রয়েছে ১৬টি। এর মধ্যে ২টি আইসিইউ বেড হচ্ছে ডায়ালাইসিসের জন্য রয়েছে।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুশান্ত কুমার মহাপাত্র জানান, সবকটি আইসিইউ বেডে রোগী ভর্তি আছেন। ১০০ শয্যার এ হাসপাতালে সবমিলিয়ে ৮৮ জন রোগী ভর্তি আছেন। প্রতিদিন রোগী বাড়ছে। তাই চরম সংকটের মধ্যেও চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে।
শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা: হোসেন আহমদ রুবেল জানান, হাসপাতালে আইসিইউ’র প্রচণ্ড চাপ। কেউ মারা গেলে হয়তো বেড খালি হয়, অন্যথায় নয়। এ অবস্থায় ওসমানী মেডিকেলে আটটি আইসিইউ বেড চালু হওয়ায় রোগীরা জরুরি আইসিইউ বেড পাবে।

সিলেট: সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আটটি আইসিইউ বেড চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে করোনা রোগীরা এসব আইসিইউ বেডে চিকিৎসা নিচ্ছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: হিমাংশু লাল রায় বলেন, সিলেটে করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিইউ বেড সংকট থাকায় ও রোগীর চাপ বাড়ায় ওসামানী হাসপাতালে আটটি আইসিইউ বেড চালু করা হয়েছে। এখানে করোনার সংকটাপন্ন রোগীরা চিকিৎসা পাবেন।
উপ-পরিচালক আরও বলেন, ওসমানীতে আগে থেকেই করোনা রোগীদের জন্য চিকিৎসা সুবিধা চালু ছিল। করোনার নতুন স্ট্রেইন ধরা পড়ার পর আবারো হাসপাতালটি করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। আইসিইউ ছাড়া ওসমানী হাসপাতালে সন্দেহভাজন ৩৫ জন, করোনায় আক্রান্ত ৫ জন ভর্তি আছেন। শিগগিরই এ হাসপাতালে ২’শ বেডের করোনা আইসোলেশন সেন্টার চালু করা হবে বলেও জানান তিনি।
এছাড়াও সিলেটে করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এ হাসপাতালের আইসিইউ বেড রয়েছে ১৬টি। এর মধ্যে ২টি আইসিইউ বেড হচ্ছে ডায়ালাইসিসের জন্য রয়েছে।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুশান্ত কুমার মহাপাত্র জানান, সবকটি আইসিইউ বেডে রোগী ভর্তি আছেন। ১০০ শয্যার এ হাসপাতালে সবমিলিয়ে ৮৮ জন রোগী ভর্তি আছেন। প্রতিদিন রোগী বাড়ছে। তাই চরম সংকটের মধ্যেও চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে।
শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা: হোসেন আহমদ রুবেল জানান, হাসপাতালে আইসিইউ’র প্রচণ্ড চাপ। কেউ মারা গেলে হয়তো বেড খালি হয়, অন্যথায় নয়। এ অবস্থায় ওসমানী মেডিকেলে আটটি আইসিইউ বেড চালু হওয়ায় রোগীরা জরুরি আইসিইউ বেড পাবে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১২ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
১৭ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
২৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১ ঘণ্টা আগে