শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটে এক হোটেল কর্মচারী হাতে মারধরের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘সবুজ বাংলা রেস্টুরেন্টে’ এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই হোটেল ঘেরাও করলে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটিতে তালাবন্ধ করে পুলিশ।
মারধরে শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘সবুজ বাংলা রেস্টুরেন্টে’ শিক্ষার্থী ও হোটেল কর্মচারীর মধ্যে খাবার অর্ডার দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শিক্ষার্থীকে চড় মারেন হোটেল কর্মচারী জহির। এই নিয়ে দু-পক্ষের মধ্যে হাতাহাতির পরিবেশ তৈরি হয়।
মীমাংসা না হওয়ায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ উপস্থিত হয়। তাৎক্ষণিক অভিযুক্ত কর্মচারী ও মালিক পক্ষের কাউকে না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটি তালা বন্ধ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ছয় কর্মীকে জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে হোটেল মালিক আবুল হোসেনকে কল দিলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল বলেন, ‘ঘটনা শোনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ছাত্রকল্যাণ উপদেষ্টাসহ অন্যান্য সিনিয়র শিক্ষক সরেজমিনে উপস্থিত হই। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা তাই পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। রেস্টুরেন্টটি পুলিশ তালাবন্ধ করে দিয়েছে।’
এ নিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য আমরা ছয়জন কর্মচারীকে থানায় নিয়ে এসেছি। সিসি ফুটেজ দেখে ঘটনাটি তদন্ত করা হবে। আপাতত কারও বিরুদ্ধে মামলা করা হয়নি। আমরা হোটেল সিলগালা করতে পারি না। তবে বিষয়টি মীমাংসা করা পর্যন্ত হোটেল তালা মারা থাকবে। যার চাবি আমাদের হেফাজতে আছে।’
এদিকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হোটেল মালিক পক্ষের মধ্যে মীমাংসার জন্য আলোচনা চলছে।

সিলেটে এক হোটেল কর্মচারী হাতে মারধরের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘সবুজ বাংলা রেস্টুরেন্টে’ এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই হোটেল ঘেরাও করলে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটিতে তালাবন্ধ করে পুলিশ।
মারধরে শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘সবুজ বাংলা রেস্টুরেন্টে’ শিক্ষার্থী ও হোটেল কর্মচারীর মধ্যে খাবার অর্ডার দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শিক্ষার্থীকে চড় মারেন হোটেল কর্মচারী জহির। এই নিয়ে দু-পক্ষের মধ্যে হাতাহাতির পরিবেশ তৈরি হয়।
মীমাংসা না হওয়ায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ উপস্থিত হয়। তাৎক্ষণিক অভিযুক্ত কর্মচারী ও মালিক পক্ষের কাউকে না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটি তালা বন্ধ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ছয় কর্মীকে জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে হোটেল মালিক আবুল হোসেনকে কল দিলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল বলেন, ‘ঘটনা শোনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ছাত্রকল্যাণ উপদেষ্টাসহ অন্যান্য সিনিয়র শিক্ষক সরেজমিনে উপস্থিত হই। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা তাই পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। রেস্টুরেন্টটি পুলিশ তালাবন্ধ করে দিয়েছে।’
এ নিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য আমরা ছয়জন কর্মচারীকে থানায় নিয়ে এসেছি। সিসি ফুটেজ দেখে ঘটনাটি তদন্ত করা হবে। আপাতত কারও বিরুদ্ধে মামলা করা হয়নি। আমরা হোটেল সিলগালা করতে পারি না। তবে বিষয়টি মীমাংসা করা পর্যন্ত হোটেল তালা মারা থাকবে। যার চাবি আমাদের হেফাজতে আছে।’
এদিকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হোটেল মালিক পক্ষের মধ্যে মীমাংসার জন্য আলোচনা চলছে।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
১৫ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৩৪ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে