নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবন থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনাসদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে সিসিকের প্রধান প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনকে আসামি করা হয়।
আজ রোববার বিকেলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস জানান, গতকাল শনিবার রাতে ৫০ ফিল্ড রেজিমেন্ট সিলেট সেনানিবাসের জেসিও আব্দুল মান্নান বাদী হয়ে উদাসীনতা ও কর্তব্য অবহেলাজনিত কারণে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেছেন। আজ সকালে সেনানিবাসে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোং-এর মালিক মো. জামাল উদ্দিন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কোং-এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ক্রেনচালক মো. সাদেক, জামাল অ্যান্ড কোং-এর অজ্ঞাত ম্যানেজার ও সাব-কন্ট্রাক্টর দুজনকে আসামি করা হয়েছে।
মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, মামলাটি গুরুত্বসহ তদন্তের জন্য কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি, চেষ্টা চলছে। আটক ৯ জনকে বাদীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে সিসিকের নির্মাণাধীন বহুতল ভবন থেকে নির্মাণসামগ্রী পড়ে সেনাবাহিনীর ল্যান্স করপোরাল মো. দেলওয়ার হোসেন নিহতের ঘটনা তদন্তে গতকাল গঠিত সিসিকের সাত সদস্যের তদন্ত কমিটি অনিবার্য কারণে পুনর্গঠন করা হয়েছে।
আজ সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্গঠিত এই কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গতকাল নগরের বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিসিকের নির্মাণাধীন ভবনের ১২তলা থেকে স্টিলের পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ার মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবন থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনাসদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে সিসিকের প্রধান প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনকে আসামি করা হয়।
আজ রোববার বিকেলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস জানান, গতকাল শনিবার রাতে ৫০ ফিল্ড রেজিমেন্ট সিলেট সেনানিবাসের জেসিও আব্দুল মান্নান বাদী হয়ে উদাসীনতা ও কর্তব্য অবহেলাজনিত কারণে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেছেন। আজ সকালে সেনানিবাসে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোং-এর মালিক মো. জামাল উদ্দিন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কোং-এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ক্রেনচালক মো. সাদেক, জামাল অ্যান্ড কোং-এর অজ্ঞাত ম্যানেজার ও সাব-কন্ট্রাক্টর দুজনকে আসামি করা হয়েছে।
মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, মামলাটি গুরুত্বসহ তদন্তের জন্য কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি, চেষ্টা চলছে। আটক ৯ জনকে বাদীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে সিসিকের নির্মাণাধীন বহুতল ভবন থেকে নির্মাণসামগ্রী পড়ে সেনাবাহিনীর ল্যান্স করপোরাল মো. দেলওয়ার হোসেন নিহতের ঘটনা তদন্তে গতকাল গঠিত সিসিকের সাত সদস্যের তদন্ত কমিটি অনিবার্য কারণে পুনর্গঠন করা হয়েছে।
আজ সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্গঠিত এই কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গতকাল নগরের বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিসিকের নির্মাণাধীন ভবনের ১২তলা থেকে স্টিলের পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ার মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২২ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে