নিজস্ব প্রতিবেদক, সিলেট

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। শনিবার বিকেলে নগরের দক্ষিণ সুরমার চন্ড্রিপুল এলাকায় জেলা ও চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ফটকে মহানগর বিএনপি এই কর্মসূচি পালন করে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় মুসলিম সাহিত্য সংসদের ফটকের সামনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বিরোধী মতের রাজনৈতিক নেতা–কর্মীদের ওপর নিপীড়ন করে ক্ষান্ত হয়নি, সত্য প্রকাশ করায় গণমাধ্যমের ওপর সরকারের জুলুমের খড়্গ নেমে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার রাজপথে অবস্থান দেখে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। যতই নিপীড়ন ও ষড়যন্ত্র হোক না কেন সরকারের শেষ রক্ষা হবে না।’
জাহিদ আরও বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সব অপকর্মের জবাব দিতে হবে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দ্রব্যমূল্য, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। সরকারের ভয়াবহ দুর্নীতির কারণে দেশ এখন ভয়াবহ সংকটে। এসব অপকর্মের বিরুদ্ধে কথা বললেই চলে ঝুলুম-নির্যাতন।’
মানুষ পেটভরে খেতে পারছে না বলে দাবি করে আব্দুল মুক্তাদির বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা নেই। দেশ যেভাবে চলছে আর কিছুদিন গেলে এটি হাবিয়া দোজখ হয়ে যাবে। এই পরিণতি থেকে দেশকে বাঁচতে হলে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করার বিকল্প নেই।’
পৃথক অবস্থান কর্মসূচিতে ১০ দফা বাস্তবায়ন ও দলের ভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য দেন দলটির নেতারা। সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী অংশ নেন।
এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর ও চন্ডিপুলস্থ কুশিয়ারা সেন্টার সংলগ্ন মার্কেটের সামনে জেলা বিএনপিকে অবস্থান কর্মসূচি পালনের আবেদন শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। শুক্রবার অনিবার্য কারণবশত সেই অনুমতি বাতিল করে যেকোনো ইনডোর প্রতিষ্ঠানে করার জন্য অনুরোধসহ নির্দেশ দেয় নগর পুলিশ।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি। শনিবার বিকেলে নগরের দক্ষিণ সুরমার চন্ড্রিপুল এলাকায় জেলা ও চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ফটকে মহানগর বিএনপি এই কর্মসূচি পালন করে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় মুসলিম সাহিত্য সংসদের ফটকের সামনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বিরোধী মতের রাজনৈতিক নেতা–কর্মীদের ওপর নিপীড়ন করে ক্ষান্ত হয়নি, সত্য প্রকাশ করায় গণমাধ্যমের ওপর সরকারের জুলুমের খড়্গ নেমে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার রাজপথে অবস্থান দেখে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। যতই নিপীড়ন ও ষড়যন্ত্র হোক না কেন সরকারের শেষ রক্ষা হবে না।’
জাহিদ আরও বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সব অপকর্মের জবাব দিতে হবে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দ্রব্যমূল্য, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। সরকারের ভয়াবহ দুর্নীতির কারণে দেশ এখন ভয়াবহ সংকটে। এসব অপকর্মের বিরুদ্ধে কথা বললেই চলে ঝুলুম-নির্যাতন।’
মানুষ পেটভরে খেতে পারছে না বলে দাবি করে আব্দুল মুক্তাদির বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা নেই। দেশ যেভাবে চলছে আর কিছুদিন গেলে এটি হাবিয়া দোজখ হয়ে যাবে। এই পরিণতি থেকে দেশকে বাঁচতে হলে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করার বিকল্প নেই।’
পৃথক অবস্থান কর্মসূচিতে ১০ দফা বাস্তবায়ন ও দলের ভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য দেন দলটির নেতারা। সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী অংশ নেন।
এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর ও চন্ডিপুলস্থ কুশিয়ারা সেন্টার সংলগ্ন মার্কেটের সামনে জেলা বিএনপিকে অবস্থান কর্মসূচি পালনের আবেদন শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। শুক্রবার অনিবার্য কারণবশত সেই অনুমতি বাতিল করে যেকোনো ইনডোর প্রতিষ্ঠানে করার জন্য অনুরোধসহ নির্দেশ দেয় নগর পুলিশ।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে