সিলেট প্রতিনিধি

ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে পুলিশের টহল টিমের একটি নৌকা ডুবে গেছে। এতে টহল টিমের সদস্যরা সাঁতার কেটে প্রাণে বাঁচলেও পানিতে তলিয়ে গেছে দুটি আগ্নেয়াস্ত্র।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে চেঙ্গেরখাল নদে নৌকাযোগে কোম্পানীগঞ্জ থানার এএসআই কমল রায়ের নেতৃত্বে কনস্টেবল মোজাম্মেল হক চৌধূরী, সোহেল মিয়া ও মো. জমসেদ আলী টহল দিচ্ছিলেন। এ সময় একটি ট্রলার তাঁদের নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। চার পুলিশ সদস্য সাঁতার কেটে তীরে ওঠেন। তবে তাঁদের সঙ্গে থাকা দুটি অস্ত্র খোয়া যায়। এর মধ্যে একটি কনস্টেবল মোজাম্মেলের চায়না রাইফেল, অন্যটি কনস্টেবল সোহেল মিয়ার শটগান। পরে খবর পেয়ে পুলিশের অন্য সদস্যরা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার তৎপরতা শুরু করে। তবে অস্ত্র দুটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এসব তথ্য নিশ্চিত করে আজ শুক্রবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রলারের ধাক্কায় টহল দলের নৌকা ডুবে গেলে পুলিশ সদস্যরা পানিতে পড়ে যান। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি অস্ত্র পানিতে পড়ে যায়। আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করতে ডুবুরিদের তৎপরতা অব্যাহত রয়েছে।’
এক প্রশ্নের জবাবে লুৎফর রহমান বলেন, ‘ঘটনাস্থলে প্রায় ৬০ ফুট গভীর পানি রয়েছে। সেখানে বৃহস্পতিবার উদ্ধার তৎপরতা চালালেও উদ্ধার হয়নি। অস্ত্র দুটি উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরিদের সহযোগিতা চাওয়া হয়েছে।’

ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে পুলিশের টহল টিমের একটি নৌকা ডুবে গেছে। এতে টহল টিমের সদস্যরা সাঁতার কেটে প্রাণে বাঁচলেও পানিতে তলিয়ে গেছে দুটি আগ্নেয়াস্ত্র।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে চেঙ্গেরখাল নদে নৌকাযোগে কোম্পানীগঞ্জ থানার এএসআই কমল রায়ের নেতৃত্বে কনস্টেবল মোজাম্মেল হক চৌধূরী, সোহেল মিয়া ও মো. জমসেদ আলী টহল দিচ্ছিলেন। এ সময় একটি ট্রলার তাঁদের নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। চার পুলিশ সদস্য সাঁতার কেটে তীরে ওঠেন। তবে তাঁদের সঙ্গে থাকা দুটি অস্ত্র খোয়া যায়। এর মধ্যে একটি কনস্টেবল মোজাম্মেলের চায়না রাইফেল, অন্যটি কনস্টেবল সোহেল মিয়ার শটগান। পরে খবর পেয়ে পুলিশের অন্য সদস্যরা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার তৎপরতা শুরু করে। তবে অস্ত্র দুটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এসব তথ্য নিশ্চিত করে আজ শুক্রবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রলারের ধাক্কায় টহল দলের নৌকা ডুবে গেলে পুলিশ সদস্যরা পানিতে পড়ে যান। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি অস্ত্র পানিতে পড়ে যায়। আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করতে ডুবুরিদের তৎপরতা অব্যাহত রয়েছে।’
এক প্রশ্নের জবাবে লুৎফর রহমান বলেন, ‘ঘটনাস্থলে প্রায় ৬০ ফুট গভীর পানি রয়েছে। সেখানে বৃহস্পতিবার উদ্ধার তৎপরতা চালালেও উদ্ধার হয়নি। অস্ত্র দুটি উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরিদের সহযোগিতা চাওয়া হয়েছে।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৪ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৩ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪০ মিনিট আগে