নিজস্ব প্রতিবেদক, সিলেট

আগামী শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দেশের অন্যান্য বিভাগের মতো সিলেটে গণসমাবেশের আগে কোনো পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেই বলে শুরু থেকেই জানিয়ে আসছিলেন পরিবহন মালিক-শ্রমিকেরা। তবে শেষ পর্যন্ত নিজেদের বক্তব্য থেকে সড়ে এসেছেন তারা। শনিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ঘোষনা দিয়েছেন পরিবহন মালিকেরা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বুধবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে নতুন করে কোনো সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন না দিতে দাবি করে আসছিলাম আমরা। তারপরও সম্প্রতি নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন না দিতে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য এসব গাড়ির উভয় পাশে গ্রিল লাগানো ও চালকের আসন ছোট করার দাবিতে আগামী শনিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করা হবে।’
এক প্রশ্নের জবাবে জিয়াউল কবির পলাশ বলেন, ‘আমরা গত ৭ তারিখ স্মারকলিপি দিয়ে ১০ দিন অপেক্ষা করলাম, কোনো সমাধান পাইনি। এ জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হল। সাময়িক অসুবিধার জন্য আমাদের যাত্রীর কাছে দুঃখ প্রকাশ করছি।’
এদিকে শুরু থেকেই পরিবহন ধর্মঘটের শঙ্কা থাকা সত্ত্বেও পুরোদমে চলছে গণসমাবেশের প্রস্তুতি। শুক্রবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই এসব বিষয় মাথায় রেখে প্রস্তুতি নিয়েছি। এসবে কোনো লাভ হবে না, কোনো ধরনের প্রভাব পড়বে না। কর্মসূচি বিএনপির হলেও এটি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। কাজেই দেশের অন্যান্য বিভাগের ন্যায় সিলেটের মানুষ সকল বাধা-বিপত্তি ডিঙিয়ে এসে সমাবেশ সফল করবেন। শনিবার সিলেট সমাবেশের নগরীতে পরিণত হবে।’

আগামী শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দেশের অন্যান্য বিভাগের মতো সিলেটে গণসমাবেশের আগে কোনো পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেই বলে শুরু থেকেই জানিয়ে আসছিলেন পরিবহন মালিক-শ্রমিকেরা। তবে শেষ পর্যন্ত নিজেদের বক্তব্য থেকে সড়ে এসেছেন তারা। শনিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ঘোষনা দিয়েছেন পরিবহন মালিকেরা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বুধবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে নতুন করে কোনো সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন না দিতে দাবি করে আসছিলাম আমরা। তারপরও সম্প্রতি নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন না দিতে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য এসব গাড়ির উভয় পাশে গ্রিল লাগানো ও চালকের আসন ছোট করার দাবিতে আগামী শনিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করা হবে।’
এক প্রশ্নের জবাবে জিয়াউল কবির পলাশ বলেন, ‘আমরা গত ৭ তারিখ স্মারকলিপি দিয়ে ১০ দিন অপেক্ষা করলাম, কোনো সমাধান পাইনি। এ জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হল। সাময়িক অসুবিধার জন্য আমাদের যাত্রীর কাছে দুঃখ প্রকাশ করছি।’
এদিকে শুরু থেকেই পরিবহন ধর্মঘটের শঙ্কা থাকা সত্ত্বেও পুরোদমে চলছে গণসমাবেশের প্রস্তুতি। শুক্রবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই এসব বিষয় মাথায় রেখে প্রস্তুতি নিয়েছি। এসবে কোনো লাভ হবে না, কোনো ধরনের প্রভাব পড়বে না। কর্মসূচি বিএনপির হলেও এটি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। কাজেই দেশের অন্যান্য বিভাগের ন্যায় সিলেটের মানুষ সকল বাধা-বিপত্তি ডিঙিয়ে এসে সমাবেশ সফল করবেন। শনিবার সিলেট সমাবেশের নগরীতে পরিণত হবে।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৬ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১৯ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩২ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৩৯ মিনিট আগে