সিলেট প্রতিনিধি

৫ দফা দাবিতে সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে হাসপাতালগুলোতে জরুরি ছাড়া সব সেবা বন্ধ ছিল। বিকেলেও চেম্বারে চিকিৎসকেরা রোগী দেখবেন না।
জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন ও হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় হাসপাতালের জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ ছিল। আউটডোরে কোনো রোগী চিকিৎসাসেবা পাননি। অনেকে হাসপাতালে গিয়ে ফিরে এসেছেন। এখন হাসপাতালে যাঁরা ভর্তি আছেন তাঁদের চিকিৎসা চলছে; আর জরুরি বিভাগ ছাড়া কোনো ভর্তি নেওয়া হচ্ছে না। আগামীকাল বুধবার ‘ঢাকা চলো’ কর্মসূচি রয়েছে।

এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিজের সন্তানকে ডাক্তার দেখাতে আসা জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে এসে টিকিট নিই ডাক্তার দেখাব বলে। তারাও টিকিট দেয়। কিন্তু পরে যখন বাচ্চাকে দেখাতে যাই, তারা বলে তাদের ধর্মঘট চলছে, সেবা বন্ধ। আমাদের টিকিটের টাকা ফিরিয়ে দেয়। এভাবে মানুষদের কষ্টে রেখে ধর্মঘট পালন করা কতটা যৌক্তিক। তাদের দাবিদাওয়া যৌক্তিক হলে সরকারের উচিত দ্রুত মেনে নেওয়া। এভাবে রোগীদের ভোগান্তিতে ফেলানো ঠিক না।’
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের মতো আমাদের অবস্থান কর্মসূচি শেষ হয়েছে। আগামীকাল আমাদের ঢাকা চলো কর্মসূচি। আমরা কাল ঢাকা যাব। এখন হাসপাতালের ওয়ার্ডে যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁদের চিকিৎসা চলছে। আর জরুরি সেবা আজীবন চলবে। আমরা চাই জনগণের সঠিক চিকিৎসা হোক। এটা তখনই সম্ভব হবে, যখন ডাক্তাররা সঠিক চিকিৎসা দেবেন। এখন যদি মেট্রিক পাস একজনকে “ডাক্তার” পদবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে রোগীরা কে চিকিৎসা পাবেন আর আমরা কী করব এমবিবিএস ডিগ্রি করে। বিকেলেও চেম্বারে ডাক্তাররা রোগী দেখবেন না।’

৫ দফা দাবিতে সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে হাসপাতালগুলোতে জরুরি ছাড়া সব সেবা বন্ধ ছিল। বিকেলেও চেম্বারে চিকিৎসকেরা রোগী দেখবেন না।
জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন ও হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় হাসপাতালের জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ ছিল। আউটডোরে কোনো রোগী চিকিৎসাসেবা পাননি। অনেকে হাসপাতালে গিয়ে ফিরে এসেছেন। এখন হাসপাতালে যাঁরা ভর্তি আছেন তাঁদের চিকিৎসা চলছে; আর জরুরি বিভাগ ছাড়া কোনো ভর্তি নেওয়া হচ্ছে না। আগামীকাল বুধবার ‘ঢাকা চলো’ কর্মসূচি রয়েছে।

এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিজের সন্তানকে ডাক্তার দেখাতে আসা জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে এসে টিকিট নিই ডাক্তার দেখাব বলে। তারাও টিকিট দেয়। কিন্তু পরে যখন বাচ্চাকে দেখাতে যাই, তারা বলে তাদের ধর্মঘট চলছে, সেবা বন্ধ। আমাদের টিকিটের টাকা ফিরিয়ে দেয়। এভাবে মানুষদের কষ্টে রেখে ধর্মঘট পালন করা কতটা যৌক্তিক। তাদের দাবিদাওয়া যৌক্তিক হলে সরকারের উচিত দ্রুত মেনে নেওয়া। এভাবে রোগীদের ভোগান্তিতে ফেলানো ঠিক না।’
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের মতো আমাদের অবস্থান কর্মসূচি শেষ হয়েছে। আগামীকাল আমাদের ঢাকা চলো কর্মসূচি। আমরা কাল ঢাকা যাব। এখন হাসপাতালের ওয়ার্ডে যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁদের চিকিৎসা চলছে। আর জরুরি সেবা আজীবন চলবে। আমরা চাই জনগণের সঠিক চিকিৎসা হোক। এটা তখনই সম্ভব হবে, যখন ডাক্তাররা সঠিক চিকিৎসা দেবেন। এখন যদি মেট্রিক পাস একজনকে “ডাক্তার” পদবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে রোগীরা কে চিকিৎসা পাবেন আর আমরা কী করব এমবিবিএস ডিগ্রি করে। বিকেলেও চেম্বারে ডাক্তাররা রোগী দেখবেন না।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে