সিলেট প্রতিনিধি

৫ দফা দাবিতে সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে হাসপাতালগুলোতে জরুরি ছাড়া সব সেবা বন্ধ ছিল। বিকেলেও চেম্বারে চিকিৎসকেরা রোগী দেখবেন না।
জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন ও হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় হাসপাতালের জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ ছিল। আউটডোরে কোনো রোগী চিকিৎসাসেবা পাননি। অনেকে হাসপাতালে গিয়ে ফিরে এসেছেন। এখন হাসপাতালে যাঁরা ভর্তি আছেন তাঁদের চিকিৎসা চলছে; আর জরুরি বিভাগ ছাড়া কোনো ভর্তি নেওয়া হচ্ছে না। আগামীকাল বুধবার ‘ঢাকা চলো’ কর্মসূচি রয়েছে।

এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিজের সন্তানকে ডাক্তার দেখাতে আসা জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে এসে টিকিট নিই ডাক্তার দেখাব বলে। তারাও টিকিট দেয়। কিন্তু পরে যখন বাচ্চাকে দেখাতে যাই, তারা বলে তাদের ধর্মঘট চলছে, সেবা বন্ধ। আমাদের টিকিটের টাকা ফিরিয়ে দেয়। এভাবে মানুষদের কষ্টে রেখে ধর্মঘট পালন করা কতটা যৌক্তিক। তাদের দাবিদাওয়া যৌক্তিক হলে সরকারের উচিত দ্রুত মেনে নেওয়া। এভাবে রোগীদের ভোগান্তিতে ফেলানো ঠিক না।’
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের মতো আমাদের অবস্থান কর্মসূচি শেষ হয়েছে। আগামীকাল আমাদের ঢাকা চলো কর্মসূচি। আমরা কাল ঢাকা যাব। এখন হাসপাতালের ওয়ার্ডে যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁদের চিকিৎসা চলছে। আর জরুরি সেবা আজীবন চলবে। আমরা চাই জনগণের সঠিক চিকিৎসা হোক। এটা তখনই সম্ভব হবে, যখন ডাক্তাররা সঠিক চিকিৎসা দেবেন। এখন যদি মেট্রিক পাস একজনকে “ডাক্তার” পদবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে রোগীরা কে চিকিৎসা পাবেন আর আমরা কী করব এমবিবিএস ডিগ্রি করে। বিকেলেও চেম্বারে ডাক্তাররা রোগী দেখবেন না।’

৫ দফা দাবিতে সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে হাসপাতালগুলোতে জরুরি ছাড়া সব সেবা বন্ধ ছিল। বিকেলেও চেম্বারে চিকিৎসকেরা রোগী দেখবেন না।
জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কমপ্লিট শাটডাউন ও হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় হাসপাতালের জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ ছিল। আউটডোরে কোনো রোগী চিকিৎসাসেবা পাননি। অনেকে হাসপাতালে গিয়ে ফিরে এসেছেন। এখন হাসপাতালে যাঁরা ভর্তি আছেন তাঁদের চিকিৎসা চলছে; আর জরুরি বিভাগ ছাড়া কোনো ভর্তি নেওয়া হচ্ছে না। আগামীকাল বুধবার ‘ঢাকা চলো’ কর্মসূচি রয়েছে।

এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিজের সন্তানকে ডাক্তার দেখাতে আসা জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে এসে টিকিট নিই ডাক্তার দেখাব বলে। তারাও টিকিট দেয়। কিন্তু পরে যখন বাচ্চাকে দেখাতে যাই, তারা বলে তাদের ধর্মঘট চলছে, সেবা বন্ধ। আমাদের টিকিটের টাকা ফিরিয়ে দেয়। এভাবে মানুষদের কষ্টে রেখে ধর্মঘট পালন করা কতটা যৌক্তিক। তাদের দাবিদাওয়া যৌক্তিক হলে সরকারের উচিত দ্রুত মেনে নেওয়া। এভাবে রোগীদের ভোগান্তিতে ফেলানো ঠিক না।’
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের মতো আমাদের অবস্থান কর্মসূচি শেষ হয়েছে। আগামীকাল আমাদের ঢাকা চলো কর্মসূচি। আমরা কাল ঢাকা যাব। এখন হাসপাতালের ওয়ার্ডে যাঁরা চিকিৎসাধীন আছেন, তাঁদের চিকিৎসা চলছে। আর জরুরি সেবা আজীবন চলবে। আমরা চাই জনগণের সঠিক চিকিৎসা হোক। এটা তখনই সম্ভব হবে, যখন ডাক্তাররা সঠিক চিকিৎসা দেবেন। এখন যদি মেট্রিক পাস একজনকে “ডাক্তার” পদবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে রোগীরা কে চিকিৎসা পাবেন আর আমরা কী করব এমবিবিএস ডিগ্রি করে। বিকেলেও চেম্বারে ডাক্তাররা রোগী দেখবেন না।’

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
৮ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে