মাহিদুল ইসলাম, কমলগঞ্জ

হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় ভরা মৌসুমেও মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়াসহ স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোতে আশানুরূপ পর্যটক নেই। ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল-রিসোর্টের মালিকেরা পড়েছেন বিপাকে।
উপজেলার পর্যটকসংশ্লিষ্টরা জানান, শীতের আগমনের সঙ্গে সঙ্গেই পর্যটকে ভরপুর থাকে কমলগঞ্জের পর্যটনকেন্দ্রগুলো। কিন্তু গত এক মাস ধরে হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকের আগমন কমে গেছে। এভাবে চলতে থাকলে পর্যটনশিল্প ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তাঁরা।
সরেজমিন উপজেলার লাউয়াছড়ায় জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স ও বিভিন্ন চা-বাগান ঘুরে দেখা গেছে, পর্যটকের আগমন খুবই কম। হাতে গোনা কয়েকজন পর্যটক দেখা গেলেও তাঁরা সবাই স্থানীয়। লাউয়াছড়া টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ৯০ শতাংশ পর্যটক কমে গেছে। হরতাল-অবরোধের আগে পর্যটক স্বাভাবিক ছিল। আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ পর্যটক উদ্যানে টিকিট কেটে প্রবেশ করতেন। এখন প্রতিদিন মাত্র ৬০ থেকে ৭০ জন পর্যটক প্রবেশ করেন। তবে শুক্রবার কিছু স্থানীয় পর্যটক আসেন।
উপজেলার বিভিন্ন রিসোর্টের মালিকেরা বলেন, ‘এখন আমাদের করোনার সময়ের মতো অবস্থা যাচ্ছে।’ অরণ্যনিবাস ইকো রিসোর্টের অপারেশন ম্যানেজার সাইফুল ইসলাম শাওন বলেন, ‘হরতাল-অবরোধে পর্যটক একেবারে নেই। স্টাফদের অক্টোবর মাসের বেতন এখনো দিতে পারিনি। গত বছরের নভেম্বর মাসে পর্যটকে ভরপুর ছিল, কিন্তু এ বছর একেবারে শূন্য। কেউ কেউ রুম বুকিং দিয়ে পরে আবার বাতিল করে দেন।’
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, ‘হরতাল-অবরোধে অন্যান্য শিল্পের পাশাপাশি পর্যটনশিল্পেও প্রভাব পড়েছে। পর্যটকের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত আছে।’

হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় ভরা মৌসুমেও মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়াসহ স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোতে আশানুরূপ পর্যটক নেই। ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল-রিসোর্টের মালিকেরা পড়েছেন বিপাকে।
উপজেলার পর্যটকসংশ্লিষ্টরা জানান, শীতের আগমনের সঙ্গে সঙ্গেই পর্যটকে ভরপুর থাকে কমলগঞ্জের পর্যটনকেন্দ্রগুলো। কিন্তু গত এক মাস ধরে হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকের আগমন কমে গেছে। এভাবে চলতে থাকলে পর্যটনশিল্প ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তাঁরা।
সরেজমিন উপজেলার লাউয়াছড়ায় জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স ও বিভিন্ন চা-বাগান ঘুরে দেখা গেছে, পর্যটকের আগমন খুবই কম। হাতে গোনা কয়েকজন পর্যটক দেখা গেলেও তাঁরা সবাই স্থানীয়। লাউয়াছড়া টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ৯০ শতাংশ পর্যটক কমে গেছে। হরতাল-অবরোধের আগে পর্যটক স্বাভাবিক ছিল। আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ পর্যটক উদ্যানে টিকিট কেটে প্রবেশ করতেন। এখন প্রতিদিন মাত্র ৬০ থেকে ৭০ জন পর্যটক প্রবেশ করেন। তবে শুক্রবার কিছু স্থানীয় পর্যটক আসেন।
উপজেলার বিভিন্ন রিসোর্টের মালিকেরা বলেন, ‘এখন আমাদের করোনার সময়ের মতো অবস্থা যাচ্ছে।’ অরণ্যনিবাস ইকো রিসোর্টের অপারেশন ম্যানেজার সাইফুল ইসলাম শাওন বলেন, ‘হরতাল-অবরোধে পর্যটক একেবারে নেই। স্টাফদের অক্টোবর মাসের বেতন এখনো দিতে পারিনি। গত বছরের নভেম্বর মাসে পর্যটকে ভরপুর ছিল, কিন্তু এ বছর একেবারে শূন্য। কেউ কেউ রুম বুকিং দিয়ে পরে আবার বাতিল করে দেন।’
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, ‘হরতাল-অবরোধে অন্যান্য শিল্পের পাশাপাশি পর্যটনশিল্পেও প্রভাব পড়েছে। পর্যটকের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত আছে।’

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪১ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে