সিলেট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিলে হামলায় সুমন মিয়া (২০) নামের এক তরুণ নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালসহ ৬৭ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেছেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল। তিনি গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরদিন গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে আনন্দ মিছিল বের হয়। এ সময় হামলা ও গুলি চালালে নিহত হন সুমন।
মামলার আবেদন আমলে নিয়ে গোয়াইনঘাট থানাকে এফআইআর করার নির্দেশে দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিলেট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমাম উদ্দিন সাদেক ও ঘটনার সময়ের গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।
এ ছাড়া মামলায় কয়েকজন বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিল করতে গেলে গোয়াইনঘাটের ২ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের মাতুরতল বাজারের সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে সুমন মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতাল যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিলে হামলায় সুমন মিয়া (২০) নামের এক তরুণ নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালসহ ৬৭ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেছেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল। তিনি গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরদিন গোয়াইনঘাটের মাতুরতল বাজার এলাকার সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে আনন্দ মিছিল বের হয়। এ সময় হামলা ও গুলি চালালে নিহত হন সুমন।
মামলার আবেদন আমলে নিয়ে গোয়াইনঘাট থানাকে এফআইআর করার নির্দেশে দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিলেট-৪ আসনের সাবেক এমপি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ইমাম উদ্দিন সাদেক ও ঘটনার সময়ের গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।
এ ছাড়া মামলায় কয়েকজন বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিল করতে গেলে গোয়াইনঘাটের ২ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের মাতুরতল বাজারের সোনারহাট বিজিবি ক্যাম্পের সামনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে সুমন মিয়া গুরুতর আহত হন। পরে হাসপাতাল যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে