গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
পরে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাফলংয়ের জুমপাড়ে অবস্থিত গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধের দুই পাশে যন্ত্র দানব এক্সকাভেটর দিয়ে পাথর উত্তোলন করার ফলে আসন্ন বর্ষায় নদীর পানির স্রোতে এই বাঁধ ভেঙে যাওয়ার শংকা রয়েছে।
বক্তারা আরও বলেন, একাধিক গ্রাম রক্ষার এই বাঁধটি বন্যার পানিতে ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হবে ১০টিরও অধিক গ্রাম, স্কুল, কলেজ, বাজার, মসজিদ, মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। স্থানীয় প্রশাসনের ব্যর্থতায় বেড়িবাঁধের দুই পাশ থেকে পাথর উত্তোলন করায় গুটি কয়েকজনের সুবিধা হলেও বৃহৎ এলাকাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এসব বন্ধ না করলে ছাত্রসমাজ আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
বিক্ষোভ কর্মসূচি থেকে জাফলং জুমপাড় বাঁধ রক্ষায় চার দফা দাবি পেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশাররফ। দাবিগুলো হলো, ৭২ ঘণ্টার মধ্যে বেড়িবাঁধের চার পাশের বিশাল গর্তগুলো ভরাট করতে হবে। জাফলংয়ের আবাসিক গ্রাম ও ফসলি জমিকে ক্ষতবিক্ষত করে যে পাথর কোয়ারির মাধ্যমে ধ্বংসযজ্ঞ চলছে তা বন্ধ করতে হবে। জাফলং জুমপাড় বেড়িবাঁধের আশপাশে কখনো কোনো এক্সকাভেটর, বোমা মেশিন আশপাশে রাখা যাবে না এবং ৭২ ঘণ্টার মধ্যে এসব যন্ত্রপাতি অপসারণ করতে হবে।
জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেন মিয়ার সভাপতিত্বে এবং ছাত্রনেতা নাদিম মাহমুদের সঞ্চালনায় এ সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খায়রুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য আজমল হোসাইন, সিলেট জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্যসচিব ফখরুল ইসলাম, কান্দুবস্তি গ্রামের রহিম উদ্দিন প্রমুখ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
পরে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাফলংয়ের জুমপাড়ে অবস্থিত গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধের দুই পাশে যন্ত্র দানব এক্সকাভেটর দিয়ে পাথর উত্তোলন করার ফলে আসন্ন বর্ষায় নদীর পানির স্রোতে এই বাঁধ ভেঙে যাওয়ার শংকা রয়েছে।
বক্তারা আরও বলেন, একাধিক গ্রাম রক্ষার এই বাঁধটি বন্যার পানিতে ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হবে ১০টিরও অধিক গ্রাম, স্কুল, কলেজ, বাজার, মসজিদ, মাদ্রাসাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। স্থানীয় প্রশাসনের ব্যর্থতায় বেড়িবাঁধের দুই পাশ থেকে পাথর উত্তোলন করায় গুটি কয়েকজনের সুবিধা হলেও বৃহৎ এলাকাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এসব বন্ধ না করলে ছাত্রসমাজ আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
বিক্ষোভ কর্মসূচি থেকে জাফলং জুমপাড় বাঁধ রক্ষায় চার দফা দাবি পেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশাররফ। দাবিগুলো হলো, ৭২ ঘণ্টার মধ্যে বেড়িবাঁধের চার পাশের বিশাল গর্তগুলো ভরাট করতে হবে। জাফলংয়ের আবাসিক গ্রাম ও ফসলি জমিকে ক্ষতবিক্ষত করে যে পাথর কোয়ারির মাধ্যমে ধ্বংসযজ্ঞ চলছে তা বন্ধ করতে হবে। জাফলং জুমপাড় বেড়িবাঁধের আশপাশে কখনো কোনো এক্সকাভেটর, বোমা মেশিন আশপাশে রাখা যাবে না এবং ৭২ ঘণ্টার মধ্যে এসব যন্ত্রপাতি অপসারণ করতে হবে।
জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেন মিয়ার সভাপতিত্বে এবং ছাত্রনেতা নাদিম মাহমুদের সঞ্চালনায় এ সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খায়রুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য আজমল হোসাইন, সিলেট জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্যসচিব ফখরুল ইসলাম, কান্দুবস্তি গ্রামের রহিম উদ্দিন প্রমুখ।

কুমিল্লা নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হন অন্তত আটজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে
৬ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট শাখার সুস্ময় চক্রবর্তী (২৫) নামে এক কর্মীর কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক। আজ শুক্রবার দুপুরে তাঁকে প্যারোলে মুক্তি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে দাফন শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে