গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং। এখানে প্রতিদিনই হাজারো পর্যটক ভ্রমণে আসেন। তবে, এখন জাফলংয়ে বেড়াতে আসা এসব পর্যটকদের জন্য চালু হয়েছে প্রবেশ ফি। জাফলংয়ের জিরোপয়েন্টে প্রবেশের তিনটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। জাফলংয়ে ঢোকার শুরুতেই এসব পয়েন্টে প্রতি পর্যটককে ১০ টাকা হারে প্রবেশ ফি দিয়ে স্পটে যেতে হবে। গত বুধবার সকাল থেকেই এই কার্যক্রম শুরু হয়।
জানা যায়, জাফলং পর্যটন এলাকার উন্নয়ন ও পর্যটক সেবা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যটন উন্নয়ন কমিটি এবং উপজেলা পর্যটন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটক জনপ্রতি ১০ টাকা হারে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি পর্যটককে অবশ্যই ১০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে জিরোপয়েন্ট স্পটে ঢুকতে হবে। যা বুধবার সকাল থেকে চালু করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন এটি তদারকি করছে। এই ফি এর মাধ্যমে পর্যটকেরা পাবেন ফ্রি ওয়াই-ফাই সুযোগ-সুবিধা, চেঞ্জিং রুম সুবিধা। জাফলংয়ের জিরোপয়েন্ট, মায়াবীঝর্ণা, জমিদার বাড়ি, চা বাগান ভ্রমণে সুবিধা থাকবে। পর্যটক জাফলংয়ে ভ্রমণে এসে যাতে কোনোভাবেই প্রতারণার শিকার না হয় এর কারণে জেলা ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি সিদ্ধান্ত ও ফি নির্ধারণ করেছে। জাফলংকে আরও সুন্দর করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে রয়েছে বলে জানা গেছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বলেন, ১০ টাকা ফি দিয়ে প্রাথমিকভাবে পর্যটকদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়া হচ্ছে। এরপর টিকিট দেখালে ফটোগ্রাফার, ট্যুর গাইড ও নৌকার মাঝি সহজেই পাওয়া যাবে। তিনটি পর্বে ভাড়া নিয়ে এক ধরনের নৈরাজ্য ছিল। সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরও কোনো পর্যটক অভিযোগ করলে এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিন মাস এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে দেখার পর পুরো জাফলংকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং। এখানে প্রতিদিনই হাজারো পর্যটক ভ্রমণে আসেন। তবে, এখন জাফলংয়ে বেড়াতে আসা এসব পর্যটকদের জন্য চালু হয়েছে প্রবেশ ফি। জাফলংয়ের জিরোপয়েন্টে প্রবেশের তিনটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। জাফলংয়ে ঢোকার শুরুতেই এসব পয়েন্টে প্রতি পর্যটককে ১০ টাকা হারে প্রবেশ ফি দিয়ে স্পটে যেতে হবে। গত বুধবার সকাল থেকেই এই কার্যক্রম শুরু হয়।
জানা যায়, জাফলং পর্যটন এলাকার উন্নয়ন ও পর্যটক সেবা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যটন উন্নয়ন কমিটি এবং উপজেলা পর্যটন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটক জনপ্রতি ১০ টাকা হারে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি পর্যটককে অবশ্যই ১০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে জিরোপয়েন্ট স্পটে ঢুকতে হবে। যা বুধবার সকাল থেকে চালু করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন এটি তদারকি করছে। এই ফি এর মাধ্যমে পর্যটকেরা পাবেন ফ্রি ওয়াই-ফাই সুযোগ-সুবিধা, চেঞ্জিং রুম সুবিধা। জাফলংয়ের জিরোপয়েন্ট, মায়াবীঝর্ণা, জমিদার বাড়ি, চা বাগান ভ্রমণে সুবিধা থাকবে। পর্যটক জাফলংয়ে ভ্রমণে এসে যাতে কোনোভাবেই প্রতারণার শিকার না হয় এর কারণে জেলা ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি সিদ্ধান্ত ও ফি নির্ধারণ করেছে। জাফলংকে আরও সুন্দর করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে রয়েছে বলে জানা গেছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বলেন, ১০ টাকা ফি দিয়ে প্রাথমিকভাবে পর্যটকদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়া হচ্ছে। এরপর টিকিট দেখালে ফটোগ্রাফার, ট্যুর গাইড ও নৌকার মাঝি সহজেই পাওয়া যাবে। তিনটি পর্বে ভাড়া নিয়ে এক ধরনের নৈরাজ্য ছিল। সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরও কোনো পর্যটক অভিযোগ করলে এ ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিন মাস এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে দেখার পর পুরো জাফলংকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২১ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩ ঘণ্টা আগে