নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। তাঁর নাম মো. দেলওয়ার হোসেন। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে নগরের বন্দরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় দেলওয়ার নগর ভবনের পাশে সিটি সুপার মার্কেটের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
দেলওয়ার হোসেনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ল্যান্স করপোরাল ছিলেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ কাজের জন্য নগরভবনের নির্মাণকাজে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মেহেরপুর থেকে পরিবারের সদস্যরা এলে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, নির্মাণাধীন ভবনটির ১২তলার ছাদ থেকে হঠাৎ একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভেতরে ওই সেনাসদস্যের মাথায় এসে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দেলওয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। এ ঘটনায় নগর ভবনের নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির ৯ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নগর ভবনের ১১ ও ১২ তলার নির্মাণকাজ চলছে। দুপুরে নির্মাণকাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাতে এ রকম ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থলে উপস্থিত হন সিসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সঠিক তদন্তের মাধ্যমে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় সিসিকের প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন মেয়র।
তদন্ত কমিটির আহ্বায়ক সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সদস্য গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। তাঁর নাম মো. দেলওয়ার হোসেন। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে নগরের বন্দরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় দেলওয়ার নগর ভবনের পাশে সিটি সুপার মার্কেটের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
দেলওয়ার হোসেনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ল্যান্স করপোরাল ছিলেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ কাজের জন্য নগরভবনের নির্মাণকাজে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মেহেরপুর থেকে পরিবারের সদস্যরা এলে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, নির্মাণাধীন ভবনটির ১২তলার ছাদ থেকে হঠাৎ একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভেতরে ওই সেনাসদস্যের মাথায় এসে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দেলওয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। এ ঘটনায় নগর ভবনের নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির ৯ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নগর ভবনের ১১ ও ১২ তলার নির্মাণকাজ চলছে। দুপুরে নির্মাণকাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাতে এ রকম ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থলে উপস্থিত হন সিসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সঠিক তদন্তের মাধ্যমে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় সিসিকের প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন মেয়র।
তদন্ত কমিটির আহ্বায়ক সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সদস্য গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
২১ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২৪ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৪১ মিনিট আগে