নিজস্ব প্রতিবেদক, সিলেট

দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সিলেট ছাড়াও ঢাকা, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুই দিন ধরে সিলেটে অবিরাম বৃষ্টির মধ্যেই এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প ১৫ সেকেন্ড স্থায়ী হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব। আজকের পত্রিকাকে তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৩ দশমিক ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা নাবিল আহমেদ বলেন, ‘ঘুমের মধ্যে ছিলাম। ভূমিকম্পে সবকিছু কেঁপে উঠল। ভয়ে দৌড়ে নিচে যাই। তবে বৃষ্টিতে বের হতে পারিনি।’
রুহেল আহমদ নামের জিন্দাবাজারের এক বাসিন্দা বলেন, ‘ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো পাঁচতলা ভবন কেঁপে ওঠে। অবিরাম বৃষ্টির মধ্যে হঠাৎ এই ভূমিকম্প। সিলেটে একদিকে বন্যা হয়ে যাচ্ছে, অপরদিকে ভূমিকম্প। আল্লাহ জানেন, কী আছে আমাদের কপালে।’
এর আগে গত ৫ মে (শুক্রবার) ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে দোহার উপজেলায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
সিলেট ছাড়াও ঢাকা, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুই দিন ধরে সিলেটে অবিরাম বৃষ্টির মধ্যেই এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প ১৫ সেকেন্ড স্থায়ী হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব। আজকের পত্রিকাকে তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৩ দশমিক ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা নাবিল আহমেদ বলেন, ‘ঘুমের মধ্যে ছিলাম। ভূমিকম্পে সবকিছু কেঁপে উঠল। ভয়ে দৌড়ে নিচে যাই। তবে বৃষ্টিতে বের হতে পারিনি।’
রুহেল আহমদ নামের জিন্দাবাজারের এক বাসিন্দা বলেন, ‘ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো পাঁচতলা ভবন কেঁপে ওঠে। অবিরাম বৃষ্টির মধ্যে হঠাৎ এই ভূমিকম্প। সিলেটে একদিকে বন্যা হয়ে যাচ্ছে, অপরদিকে ভূমিকম্প। আল্লাহ জানেন, কী আছে আমাদের কপালে।’
এর আগে গত ৫ মে (শুক্রবার) ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে দোহার উপজেলায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৩ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৫ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
৪৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৪৪ মিনিট আগে