হবিগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে একটি রাজনৈতিক দল সরাসরি অবস্থান না নিয়ে ইনিয়ে-বিনিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাতে চায়, ইসলামি দলগুলো নয়; কারণ, তাদের মধ্যে ক্ষমতার পালাবদলের একধরনের সিন্ডিকেট রয়েছে। পাঁচ বছর করে তারা ক্ষমতা বদল করে লুটপাট চালিয়ে যেতে চায়।
আজ সোমবার (১২ মে) বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন। জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘মানুষ এখন চোখ খুলে দিয়েছে। মার্কা দেখে ভোট দেওয়ার যুগ শেষ। ইসলামি দল ক্ষমতায় এলে দুর্নীতির কালো বিড়াল বের হয়ে পড়বে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভেবেছিলাম সমাজ বদলাবে। কিন্তু এখনো চলছে চাঁদাবাজি, দখলবাজি ও অশ্লীলতা।’
ফয়জুল করীম আরও বলেন, ‘আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। সেই সময় অনেকে এসি রুমে আরাম করছিলেন। এখন যদি মানুষের আবেগ ও জীবনের সঙ্গে খেলা করা হয়, তাহলে আবারও আন্দোলনের মাধ্যমে অন্যায় ভাসিয়ে দেব।’
সমাবেশে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতির দাবি তুলে ধরা হয়। এ ছাড়া নারী সংস্কার কমিশন বাতিল ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিও জানানো হয়।
সভায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টিসহ বিভিন্ন ইসলামি দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে একটি রাজনৈতিক দল সরাসরি অবস্থান না নিয়ে ইনিয়ে-বিনিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাতে চায়, ইসলামি দলগুলো নয়; কারণ, তাদের মধ্যে ক্ষমতার পালাবদলের একধরনের সিন্ডিকেট রয়েছে। পাঁচ বছর করে তারা ক্ষমতা বদল করে লুটপাট চালিয়ে যেতে চায়।
আজ সোমবার (১২ মে) বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন। জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘মানুষ এখন চোখ খুলে দিয়েছে। মার্কা দেখে ভোট দেওয়ার যুগ শেষ। ইসলামি দল ক্ষমতায় এলে দুর্নীতির কালো বিড়াল বের হয়ে পড়বে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভেবেছিলাম সমাজ বদলাবে। কিন্তু এখনো চলছে চাঁদাবাজি, দখলবাজি ও অশ্লীলতা।’
ফয়জুল করীম আরও বলেন, ‘আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। সেই সময় অনেকে এসি রুমে আরাম করছিলেন। এখন যদি মানুষের আবেগ ও জীবনের সঙ্গে খেলা করা হয়, তাহলে আবারও আন্দোলনের মাধ্যমে অন্যায় ভাসিয়ে দেব।’
সমাবেশে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতির দাবি তুলে ধরা হয়। এ ছাড়া নারী সংস্কার কমিশন বাতিল ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিও জানানো হয়।
সভায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টিসহ বিভিন্ন ইসলামি দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৪ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে