নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটিতে স্থান পেয়েছেন বিএনপি ও জামায়াতের দুই নেতা এবং এনসিপির দুই নেতা।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদ্য অনুমোদিত কমিটির সদস্য নুরুল হুদা জুনেদ ও এনামুল হক জুবের।
১১ সদস্যের এই কমিটির পদাধিকার বলে আহ্বায়ক মনোনীত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। আর পদাধিকার বলে সদস্যসচিব রাখা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেটের উপপরিচালককে।
বৃহস্পতিবার (১৯ জুন) এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বলা হয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে কমিটি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক এ কমিটি অনুমোদিত হয়।
কমিটির বাকি ৯ জনের মধ্যে প্রথম সদস্য বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দ্বিতীয় সদস্য সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, তৃতীয় সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং ১০ নম্বর সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতা, সদ্য ঘোষিত এনসিপির সিলেট মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাঈম শেহজাদ ‘ছাত্র প্রতিনিধি’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নাঈম সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের শিক্ষার্থী।
‘ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি, ক্রীড়া অনুরাগী ও সংগঠক’ হিসেবে স্থান পেয়েছেন এনামুল ও শাহজাহান। আর ‘ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক ফুটবলার ও সংগঠক’ হিসেবে জুনেদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, সাবেক ক্রিকেটার ও কোচ রাহাত শামস, ক্রীড়া অনুরাগী ও সংগঠক মো. মোকাম্মেল হক এবং সাবেক ফুটবলার আবিবুল বারি আয়হান। এ ছাড়া ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি হিসেবে এনামুল হক জুবেরকে অন্তর্ভুক্ত করা হয়।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটিতে স্থান পেয়েছেন বিএনপি ও জামায়াতের দুই নেতা এবং এনসিপির দুই নেতা।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদ্য অনুমোদিত কমিটির সদস্য নুরুল হুদা জুনেদ ও এনামুল হক জুবের।
১১ সদস্যের এই কমিটির পদাধিকার বলে আহ্বায়ক মনোনীত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। আর পদাধিকার বলে সদস্যসচিব রাখা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেটের উপপরিচালককে।
বৃহস্পতিবার (১৯ জুন) এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বলা হয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে কমিটি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক এ কমিটি অনুমোদিত হয়।
কমিটির বাকি ৯ জনের মধ্যে প্রথম সদস্য বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দ্বিতীয় সদস্য সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, তৃতীয় সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং ১০ নম্বর সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতা, সদ্য ঘোষিত এনসিপির সিলেট মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাঈম শেহজাদ ‘ছাত্র প্রতিনিধি’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নাঈম সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের শিক্ষার্থী।
‘ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি, ক্রীড়া অনুরাগী ও সংগঠক’ হিসেবে স্থান পেয়েছেন এনামুল ও শাহজাহান। আর ‘ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক ফুটবলার ও সংগঠক’ হিসেবে জুনেদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, সাবেক ক্রিকেটার ও কোচ রাহাত শামস, ক্রীড়া অনুরাগী ও সংগঠক মো. মোকাম্মেল হক এবং সাবেক ফুটবলার আবিবুল বারি আয়হান। এ ছাড়া ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি হিসেবে এনামুল হক জুবেরকে অন্তর্ভুক্ত করা হয়।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৩১ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৩৭ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে