নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটিতে স্থান পেয়েছেন বিএনপি ও জামায়াতের দুই নেতা এবং এনসিপির দুই নেতা।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদ্য অনুমোদিত কমিটির সদস্য নুরুল হুদা জুনেদ ও এনামুল হক জুবের।
১১ সদস্যের এই কমিটির পদাধিকার বলে আহ্বায়ক মনোনীত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। আর পদাধিকার বলে সদস্যসচিব রাখা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেটের উপপরিচালককে।
বৃহস্পতিবার (১৯ জুন) এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বলা হয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে কমিটি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক এ কমিটি অনুমোদিত হয়।
কমিটির বাকি ৯ জনের মধ্যে প্রথম সদস্য বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দ্বিতীয় সদস্য সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, তৃতীয় সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং ১০ নম্বর সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতা, সদ্য ঘোষিত এনসিপির সিলেট মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাঈম শেহজাদ ‘ছাত্র প্রতিনিধি’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নাঈম সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের শিক্ষার্থী।
‘ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি, ক্রীড়া অনুরাগী ও সংগঠক’ হিসেবে স্থান পেয়েছেন এনামুল ও শাহজাহান। আর ‘ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক ফুটবলার ও সংগঠক’ হিসেবে জুনেদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, সাবেক ক্রিকেটার ও কোচ রাহাত শামস, ক্রীড়া অনুরাগী ও সংগঠক মো. মোকাম্মেল হক এবং সাবেক ফুটবলার আবিবুল বারি আয়হান। এ ছাড়া ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি হিসেবে এনামুল হক জুবেরকে অন্তর্ভুক্ত করা হয়।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটিতে স্থান পেয়েছেন বিএনপি ও জামায়াতের দুই নেতা এবং এনসিপির দুই নেতা।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদ্য অনুমোদিত কমিটির সদস্য নুরুল হুদা জুনেদ ও এনামুল হক জুবের।
১১ সদস্যের এই কমিটির পদাধিকার বলে আহ্বায়ক মনোনীত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। আর পদাধিকার বলে সদস্যসচিব রাখা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেটের উপপরিচালককে।
বৃহস্পতিবার (১৯ জুন) এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বলা হয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে কমিটি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক এ কমিটি অনুমোদিত হয়।
কমিটির বাকি ৯ জনের মধ্যে প্রথম সদস্য বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দ্বিতীয় সদস্য সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, তৃতীয় সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং ১০ নম্বর সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতা, সদ্য ঘোষিত এনসিপির সিলেট মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাঈম শেহজাদ ‘ছাত্র প্রতিনিধি’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নাঈম সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের শিক্ষার্থী।
‘ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি, ক্রীড়া অনুরাগী ও সংগঠক’ হিসেবে স্থান পেয়েছেন এনামুল ও শাহজাহান। আর ‘ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক ফুটবলার ও সংগঠক’ হিসেবে জুনেদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, সাবেক ক্রিকেটার ও কোচ রাহাত শামস, ক্রীড়া অনুরাগী ও সংগঠক মো. মোকাম্মেল হক এবং সাবেক ফুটবলার আবিবুল বারি আয়হান। এ ছাড়া ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি হিসেবে এনামুল হক জুবেরকে অন্তর্ভুক্ত করা হয়।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৩ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে