শাবিপ্রবি প্রতিনিধি

হলে ছাত্রলীগ আছে—স্থানীয়দের এমন দাবির মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক শিক্ষার্থীরা। আজ সোমবার হল ছাড়েন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্যাম্পাসে স্থানীয়রা মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগ আছে— এমন অভিযোগ তুলে সন্ধ্যা ৭টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেন। পরে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে হল ত্যাগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগ মুক্ত করা হয়েছে। এরপর যারা হলে অবস্থান করেছে, তারা সাধারণ শিক্ষার্থী। এরপরেও ছাত্রলীগের দালাল দাবি করে হল ছেড়ে দেওয়ার হুমকি, সত্যিই হতাশাজনক।’
নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ মিয়া বলেন, ‘আমার কাছে খবর আসে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের হলে এখনো ছাত্রলীগের আছে, এমন অভিযোগ এনে আবাসিক হলের সামনে অবস্থান নিয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়টি সিটি করপোরেশনের আওতায় তাই আমি যাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।’
এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. সাজেদুল করীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আবাসিক হলে গেলে শিক্ষার্থীরা দুটি দাবি তুলে ধরে। শিক্ষার্থীদের দাবি, তারা যেন নিরাপদে বের হতে পারে এবং যাদের জিনিসপত্র এখনো রয়েছে, সেসব যেন সুরক্ষিত থাকে। আমরা সমন্বয়ক এবং সেনাবাহিনীর দায়িত্বশীল কর্নেলকে এ ব্যাপারে জানিয়েছি।’

হলে ছাত্রলীগ আছে—স্থানীয়দের এমন দাবির মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক শিক্ষার্থীরা। আজ সোমবার হল ছাড়েন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্যাম্পাসে স্থানীয়রা মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগ আছে— এমন অভিযোগ তুলে সন্ধ্যা ৭টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেন। পরে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে হল ত্যাগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগ মুক্ত করা হয়েছে। এরপর যারা হলে অবস্থান করেছে, তারা সাধারণ শিক্ষার্থী। এরপরেও ছাত্রলীগের দালাল দাবি করে হল ছেড়ে দেওয়ার হুমকি, সত্যিই হতাশাজনক।’
নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ মিয়া বলেন, ‘আমার কাছে খবর আসে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের হলে এখনো ছাত্রলীগের আছে, এমন অভিযোগ এনে আবাসিক হলের সামনে অবস্থান নিয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়টি সিটি করপোরেশনের আওতায় তাই আমি যাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।’
এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. সাজেদুল করীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আবাসিক হলে গেলে শিক্ষার্থীরা দুটি দাবি তুলে ধরে। শিক্ষার্থীদের দাবি, তারা যেন নিরাপদে বের হতে পারে এবং যাদের জিনিসপত্র এখনো রয়েছে, সেসব যেন সুরক্ষিত থাকে। আমরা সমন্বয়ক এবং সেনাবাহিনীর দায়িত্বশীল কর্নেলকে এ ব্যাপারে জানিয়েছি।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে