প্রতিনিধি

বিয়ানীবাজার (সিলেট): বিয়ানীবাজার উপজেলায় হঠাৎ বাড়ছে জ্বর-সর্দির প্রকোপ। দুই সপ্তাহ ধরে আক্রান্ত বেড়ে যাওয়ায় উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল, চিকিৎসকদের চেম্বার ও সাধারণ ফার্মেসিতে এ ধরনের রোগীর চাপ বেড়েছে। করোনার উপসর্গের সঙ্গে মিল থাকায় এ নিয়ে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত।
তবে চিকিৎসকেরা বলছেন, এটি ভাইরাসজনিত সিজনাল-ফ্লু এবং খুব ছোঁয়াচে। যে কারণে একই ঘরে একাধিক ব্যক্তি এ ফ্লুতে আক্রান্ত হচ্ছেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বলেন, গত এক সপ্তাহে তিনি হাসপাতালের বহির্বিভাগে ১২০ জনের মতো রোগী দেখেছেন। তাঁরা সবাই সিজনাল ফ্লুতে আক্রান্ত। হাসপাতালে আউটডোরে আসা রোগীদের সিংহভাগই জ্বর, সর্দি-কাশির রোগী।
এসব রোগীর মেডিকেল চেকআপে শুধু জ্বর-কাশি ছাড়া অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি।তবে অনেক ক্ষেত্রে জ্বরের সর্বোচ্চ তাপমাত্রা ১০৫ ডিগ্রি পর্যন্ত হয়। এই ফ্লুতে আক্রান্তদের আতঙ্কিত না হয়ে মুখে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, হাঁচি-কাশির সময় মুখে রুমাল বা কনুই ব্যবহার করা এবং প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এ চিকিৎসক।
ডা. আবু ইসহাক আরও বলেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে শিশু ও বয়স্কদের জন্য কিছুটা ঝুঁকি থাকে। কাশি জটিল পর্যায়ে গেলে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। বিশেষ করে শিশুরা ফ্লুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। করোনার সংক্রমণ এখনো চলমান থাকলেও বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় আরেক বিপদের আশঙ্কার কথাও বলেন তিনি।
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, এখন যে জ্বর, সর্দি-কাশির প্রকোপ দেখা দিয়েছে এটা মৌসুমি সমস্যা। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আতঙ্কের বিষয় হচ্ছে, এ ধরনের ফ্লুতে আক্রান্তদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। তাই লোকজনকে বাইরে বেরোতে হলে মাস্ক ব্যবহার এবং নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।

বিয়ানীবাজার (সিলেট): বিয়ানীবাজার উপজেলায় হঠাৎ বাড়ছে জ্বর-সর্দির প্রকোপ। দুই সপ্তাহ ধরে আক্রান্ত বেড়ে যাওয়ায় উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল, চিকিৎসকদের চেম্বার ও সাধারণ ফার্মেসিতে এ ধরনের রোগীর চাপ বেড়েছে। করোনার উপসর্গের সঙ্গে মিল থাকায় এ নিয়ে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত।
তবে চিকিৎসকেরা বলছেন, এটি ভাইরাসজনিত সিজনাল-ফ্লু এবং খুব ছোঁয়াচে। যে কারণে একই ঘরে একাধিক ব্যক্তি এ ফ্লুতে আক্রান্ত হচ্ছেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বলেন, গত এক সপ্তাহে তিনি হাসপাতালের বহির্বিভাগে ১২০ জনের মতো রোগী দেখেছেন। তাঁরা সবাই সিজনাল ফ্লুতে আক্রান্ত। হাসপাতালে আউটডোরে আসা রোগীদের সিংহভাগই জ্বর, সর্দি-কাশির রোগী।
এসব রোগীর মেডিকেল চেকআপে শুধু জ্বর-কাশি ছাড়া অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি।তবে অনেক ক্ষেত্রে জ্বরের সর্বোচ্চ তাপমাত্রা ১০৫ ডিগ্রি পর্যন্ত হয়। এই ফ্লুতে আক্রান্তদের আতঙ্কিত না হয়ে মুখে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, হাঁচি-কাশির সময় মুখে রুমাল বা কনুই ব্যবহার করা এবং প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এ চিকিৎসক।
ডা. আবু ইসহাক আরও বলেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে শিশু ও বয়স্কদের জন্য কিছুটা ঝুঁকি থাকে। কাশি জটিল পর্যায়ে গেলে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। বিশেষ করে শিশুরা ফ্লুতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। করোনার সংক্রমণ এখনো চলমান থাকলেও বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় আরেক বিপদের আশঙ্কার কথাও বলেন তিনি।
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, এখন যে জ্বর, সর্দি-কাশির প্রকোপ দেখা দিয়েছে এটা মৌসুমি সমস্যা। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আতঙ্কের বিষয় হচ্ছে, এ ধরনের ফ্লুতে আক্রান্তদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। তাই লোকজনকে বাইরে বেরোতে হলে মাস্ক ব্যবহার এবং নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩৭ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৩৯ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে