নিজস্ব প্রতিবেদক, সিলেট

২৮ অক্টোবর লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের কেউ যদি মারধর করে বা আক্রমণাত্মক ভূমিকায় যায় পুলিশ তার দায়িত্ব পালন (ব্যবস্থা নেবে) করবে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী মনে করেন, বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরেও কোনো সংঘর্ষ হবে না।
এর আগে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আটাশের পর উনত্রিশ। উনত্রিশের পর আমার ডায়েরিতে কী কী অনুষ্ঠান লিখে রেখেছি। আমি এগুলো প্রতিপালন করব। তবে হ্যাঁ, তারা (বিএনপি) বলবে, আমরাও বলব এটা গণতন্ত্রের বিউটি। তবে লাঠিসোঁটা, মারপিট—এসব যারা করবে, আমার দল (আওয়ামী লীগ) করলেও পুলিশ তার দায়িত্ব পালন করবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গণতন্ত্র খায় না। মানুষ চর্চা করে। আমরা গণতন্ত্র চর্চা করি। গণতন্ত্র চর্চার মূল কাজটা হলো ভোট। ভোটের জন্য আমরা তৈরি।’
বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগে বাংলাদেশের জন্য বিকল্প নেই। গণতন্ত্রের বাইরেও আমাদের বিকল্প নেই। আমাদের দেশের অভ্যন্তরে যদি ভুল-বোঝাবুঝি থাকে, সমাধান আমরাই করব। অন্য কাউকে দাওয়াত দিয়ে ডেকে এনে, একধরনের কথা আছে, খাল কেটে কুমির আনা। খাল কেটে কুমির আওয়ামী লীগ আনবে না। আমরা আমাদের দেশটিকে, আমাদের নেতৃত্বে, আমাদের সংবিধানে দেশ চলবে।’
বিপিজেএয়ের বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।

২৮ অক্টোবর লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের কেউ যদি মারধর করে বা আক্রমণাত্মক ভূমিকায় যায় পুলিশ তার দায়িত্ব পালন (ব্যবস্থা নেবে) করবে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী মনে করেন, বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরেও কোনো সংঘর্ষ হবে না।
এর আগে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে স্মারকগ্রন্থ ‘লেন্স’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আটাশের পর উনত্রিশ। উনত্রিশের পর আমার ডায়েরিতে কী কী অনুষ্ঠান লিখে রেখেছি। আমি এগুলো প্রতিপালন করব। তবে হ্যাঁ, তারা (বিএনপি) বলবে, আমরাও বলব এটা গণতন্ত্রের বিউটি। তবে লাঠিসোঁটা, মারপিট—এসব যারা করবে, আমার দল (আওয়ামী লীগ) করলেও পুলিশ তার দায়িত্ব পালন করবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গণতন্ত্র খায় না। মানুষ চর্চা করে। আমরা গণতন্ত্র চর্চা করি। গণতন্ত্র চর্চার মূল কাজটা হলো ভোট। ভোটের জন্য আমরা তৈরি।’
বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগে বাংলাদেশের জন্য বিকল্প নেই। গণতন্ত্রের বাইরেও আমাদের বিকল্প নেই। আমাদের দেশের অভ্যন্তরে যদি ভুল-বোঝাবুঝি থাকে, সমাধান আমরাই করব। অন্য কাউকে দাওয়াত দিয়ে ডেকে এনে, একধরনের কথা আছে, খাল কেটে কুমির আনা। খাল কেটে কুমির আওয়ামী লীগ আনবে না। আমরা আমাদের দেশটিকে, আমাদের নেতৃত্বে, আমাদের সংবিধানে দেশ চলবে।’
বিপিজেএয়ের বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে