নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন দুই সাংবাদিক। আজ বুধবার সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল জামিনের এ আদেশ দেন।
সাংবাদিকেরা হলেন–বাংলাভিশনের স্টাফ রিপোর্টার (সিলেট) দিপু সিদ্দিকী ও দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মালেক।
ট্রাইব্যুনালের অতিরিক্ত (এডিশনাল) পিপি অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের স্থায়ীভাবে জামিন দেওয়া হয়েছে।’
এ বিষয়ে দিপু সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘যে পত্রিকার সংবাদ নিয়ে মামলা হয়, তখন আমরা দু’জনই ওই পত্রিকায় কর্মরত ছিলাম না। মামলার এজাহারেও আমাদের নাম ছিল না। ষড়যন্ত্র মূলকভাবে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ন্যায় বিচার প্রত্যাশী।’
এর আগে ২০২১ সালের ১৭ অক্টোবর সিলেট মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের শাহজালাল উপশহরের বাসিন্দা মারজান উল হক বাদী হয়ে শাহপরান থানায় চারজনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে সাংবাদিক দিপু সিদ্দিকী ও এম এ মালেকের নাম না থাকলেও পরবর্তীতে মামলার তদন্তভার অর্পিত হয় সিআইডি সিলেট মেট্রো ও জেলা শাখায়।
সিআইডি মামলার অভিযোগপত্রে নতুন করে ৫ ও ৬ নম্বর আসামি হিসেবে ওই দুই সাংবাদিককে অন্তর্ভুক্ত করে ২০২৩ সালে আদালতে মোট ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।
সর্বশেষ গত ২২ জানুয়ারি আদালত দিপু সিদ্দিকী ও এম এ মালেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তারা দুজন আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন শুনানিতে আদালতে আসামি পক্ষে ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, অ্যাডভোকেট মো. তাজ উদ্দিন ও অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
এ সময় সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিভিন্ন প্রিন্ট–ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন দুই সাংবাদিক। আজ বুধবার সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল জামিনের এ আদেশ দেন।
সাংবাদিকেরা হলেন–বাংলাভিশনের স্টাফ রিপোর্টার (সিলেট) দিপু সিদ্দিকী ও দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মালেক।
ট্রাইব্যুনালের অতিরিক্ত (এডিশনাল) পিপি অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের স্থায়ীভাবে জামিন দেওয়া হয়েছে।’
এ বিষয়ে দিপু সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘যে পত্রিকার সংবাদ নিয়ে মামলা হয়, তখন আমরা দু’জনই ওই পত্রিকায় কর্মরত ছিলাম না। মামলার এজাহারেও আমাদের নাম ছিল না। ষড়যন্ত্র মূলকভাবে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ন্যায় বিচার প্রত্যাশী।’
এর আগে ২০২১ সালের ১৭ অক্টোবর সিলেট মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের শাহজালাল উপশহরের বাসিন্দা মারজান উল হক বাদী হয়ে শাহপরান থানায় চারজনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে সাংবাদিক দিপু সিদ্দিকী ও এম এ মালেকের নাম না থাকলেও পরবর্তীতে মামলার তদন্তভার অর্পিত হয় সিআইডি সিলেট মেট্রো ও জেলা শাখায়।
সিআইডি মামলার অভিযোগপত্রে নতুন করে ৫ ও ৬ নম্বর আসামি হিসেবে ওই দুই সাংবাদিককে অন্তর্ভুক্ত করে ২০২৩ সালে আদালতে মোট ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।
সর্বশেষ গত ২২ জানুয়ারি আদালত দিপু সিদ্দিকী ও এম এ মালেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তারা দুজন আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন শুনানিতে আদালতে আসামি পক্ষে ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, অ্যাডভোকেট মো. তাজ উদ্দিন ও অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
এ সময় সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিভিন্ন প্রিন্ট–ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে