সিলেট প্রতিনিধি

সাত সপ্তাহের বকেয়া মজুরি এবং ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে টানা ১৫ দিনের মতো কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকেরা। আজ সোমবার দুপুরে লাক্কাতুরা চা-বাগানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা, কেওয়াচড়া, দলদলি চা-বাগানের কয়েক শ শ্রমিকেরা।
চা-শ্রমিকেরা বলেন, টানা ১৫ দিনের মতো তাঁরা আন্দোলন করছেন। বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন অজুহাতে মজুরি দিচ্ছেন না বাগানমালিক বা কোম্পানিগুলো। তবে বাগানের ম্যানেজার বা অন্যরা ঠিকই বেতন পাচ্ছেন।
এ ছাড়া শ্রমিকদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আদায় করেও তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন ১২টি কারখানা। এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে পাতা। এর প্রভাব পড়বে চায়ের লক্ষ্যমাত্রা অর্জনে।

এ বিষয়ে এনটিসি মালিকানাধীন লাক্কাতুরা চা-বাগানের আইনি উপদেষ্টা আবুল হাসনাত মো. জাফর চৌধুরী বলেন, ‘আশা করা যায়, আগামী সপ্তাহ নাগাদ এই সমস্যার সমাধান হবে। বাগান বন্ধ হওয়ায় আমাদের অনেক ক্ষতি হচ্ছে যে রকম, শ্রমিকেরাও সে রকম কষ্টে আছেন। আমরা চেষ্টা করছি এই সমস্যার সমাধান করতে। কিন্তু কোনোভাবেই যেন সমাধান হচ্ছে না। এটা তো জাতীয় ব্যাপার। এ কারণে আমাদের হাতে করার মতো কোনো কিছু নেই।’

সাত সপ্তাহের বকেয়া মজুরি এবং ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে টানা ১৫ দিনের মতো কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকেরা। আজ সোমবার দুপুরে লাক্কাতুরা চা-বাগানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা, কেওয়াচড়া, দলদলি চা-বাগানের কয়েক শ শ্রমিকেরা।
চা-শ্রমিকেরা বলেন, টানা ১৫ দিনের মতো তাঁরা আন্দোলন করছেন। বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন অজুহাতে মজুরি দিচ্ছেন না বাগানমালিক বা কোম্পানিগুলো। তবে বাগানের ম্যানেজার বা অন্যরা ঠিকই বেতন পাচ্ছেন।
এ ছাড়া শ্রমিকদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আদায় করেও তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন ১২টি কারখানা। এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে পাতা। এর প্রভাব পড়বে চায়ের লক্ষ্যমাত্রা অর্জনে।

এ বিষয়ে এনটিসি মালিকানাধীন লাক্কাতুরা চা-বাগানের আইনি উপদেষ্টা আবুল হাসনাত মো. জাফর চৌধুরী বলেন, ‘আশা করা যায়, আগামী সপ্তাহ নাগাদ এই সমস্যার সমাধান হবে। বাগান বন্ধ হওয়ায় আমাদের অনেক ক্ষতি হচ্ছে যে রকম, শ্রমিকেরাও সে রকম কষ্টে আছেন। আমরা চেষ্টা করছি এই সমস্যার সমাধান করতে। কিন্তু কোনোভাবেই যেন সমাধান হচ্ছে না। এটা তো জাতীয় ব্যাপার। এ কারণে আমাদের হাতে করার মতো কোনো কিছু নেই।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩০ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৪২ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে