শাবিপ্রবি প্রতিনিধি

নানার মৃত্যুসংবাদ পেয়েও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন ভাঙেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী মরিয়ম রুবি। তবে নানার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন তিনি। এখনো পর্যন্ত অনশনে অনড় রয়েছেন এবং উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলেও জানিয়েছেন মরিয়ম।
আজ শনিবার সকালে মরিয়মের এক সহপাঠী জানান, মরিয়ম সিলেট এম এ জি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নানার মৃত্যুর সংবাদ শুনে আরও ভেঙে পড়েছে মরিয়ম। তাঁর অবস্থা গুরুতর।
উল্লেখ্য, অনশনের ৬৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো শিক্ষার্থীই অনশন ভাঙেনি। সব শিক্ষার্থীর গুরুত অসুস্থ হয়ে রয়েছেন। এরই মধ্যে ১৪ জন শিক্ষার্থীকে সিলেটের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজন শিক্ষার্থী চিকিৎসা নিয়ে পুনরায় অনশনস্থলে এসে যোগ দিয়েছেন।
এদিকে গতকাল বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। পরে অনশনরত শিক্ষার্থীদের রেখে কেউই ঢাকায় আলোচনা করতে যাবেন না বলে জানান। তবে অনলাইন বা ভার্চুয়ালি আলোচনায় বসার প্রস্তাব দেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে অনশনস্থলে এসে শিক্ষার্থীদের অবস্থা দেখতে শিক্ষামন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তাঁরা।
পরে শিক্ষার্থীদের ঢাকায় যাওয়া প্রত্যাখ্যানের খবর জেনে রাত ৮টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষামন্ত্রী নতুন বার্তা নিয়ে পুনরায় ক্যাম্পাসে আসেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। সরকার এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে চান। যেকোনো পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বসতে প্রস্তুত। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী সিলেটে আসতে রাজি। তবে তাঁর পরিবারের সদস্য অসুস্থ থাকায় একটু সময় লেগে যাবে। এদিকে শিক্ষার্থীরা অনশনে অধিক মাত্রায় অসুস্থ। এ জন্য স্বল্প সময়ে যেকোনো উপায়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি বসতে চান তিনি। প্রয়োজনে আকাশপথে শিক্ষার্থী প্রতিনিধিদের ঢাকায় নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
তবে শিক্ষার্থীদের প্রতিনিধি ঢাকায় না গেলেও শিক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে। আজ শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদল আলোচনায় বসবে বলে জানয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকেরা।
এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকায় যাচ্ছেন কি না—এ বিষয়ে শিক্ষামন্ত্রীর পাঠানো প্রতিনিধি আওয়ামী লীগের নেতা শফিউল আলমকে নতুন কোনো তথ্য দেয়নি বলে জানা গেছে।

নানার মৃত্যুসংবাদ পেয়েও উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন ভাঙেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী মরিয়ম রুবি। তবে নানার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন তিনি। এখনো পর্যন্ত অনশনে অনড় রয়েছেন এবং উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলেও জানিয়েছেন মরিয়ম।
আজ শনিবার সকালে মরিয়মের এক সহপাঠী জানান, মরিয়ম সিলেট এম এ জি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নানার মৃত্যুর সংবাদ শুনে আরও ভেঙে পড়েছে মরিয়ম। তাঁর অবস্থা গুরুতর।
উল্লেখ্য, অনশনের ৬৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো শিক্ষার্থীই অনশন ভাঙেনি। সব শিক্ষার্থীর গুরুত অসুস্থ হয়ে রয়েছেন। এরই মধ্যে ১৪ জন শিক্ষার্থীকে সিলেটের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজন শিক্ষার্থী চিকিৎসা নিয়ে পুনরায় অনশনস্থলে এসে যোগ দিয়েছেন।
এদিকে গতকাল বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। পরে অনশনরত শিক্ষার্থীদের রেখে কেউই ঢাকায় আলোচনা করতে যাবেন না বলে জানান। তবে অনলাইন বা ভার্চুয়ালি আলোচনায় বসার প্রস্তাব দেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে অনশনস্থলে এসে শিক্ষার্থীদের অবস্থা দেখতে শিক্ষামন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তাঁরা।
পরে শিক্ষার্থীদের ঢাকায় যাওয়া প্রত্যাখ্যানের খবর জেনে রাত ৮টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষামন্ত্রী নতুন বার্তা নিয়ে পুনরায় ক্যাম্পাসে আসেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। সরকার এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে চান। যেকোনো পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বসতে প্রস্তুত। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী সিলেটে আসতে রাজি। তবে তাঁর পরিবারের সদস্য অসুস্থ থাকায় একটু সময় লেগে যাবে। এদিকে শিক্ষার্থীরা অনশনে অধিক মাত্রায় অসুস্থ। এ জন্য স্বল্প সময়ে যেকোনো উপায়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি বসতে চান তিনি। প্রয়োজনে আকাশপথে শিক্ষার্থী প্রতিনিধিদের ঢাকায় নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
তবে শিক্ষার্থীদের প্রতিনিধি ঢাকায় না গেলেও শিক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে। আজ শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদল আলোচনায় বসবে বলে জানয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকেরা।
এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকায় যাচ্ছেন কি না—এ বিষয়ে শিক্ষামন্ত্রীর পাঠানো প্রতিনিধি আওয়ামী লীগের নেতা শফিউল আলমকে নতুন কোনো তথ্য দেয়নি বলে জানা গেছে।

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
১৮ মিনিট আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২৪ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
২৬ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
৩০ মিনিট আগে