Ajker Patrika

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, সিলেট
দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিসিক মেয়র

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ সোমবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। 

মেয়রের মিডিয়া উইংয়ের চিফ সাজলু লস্কর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র হিসেবে সিসিকের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রথম সাক্ষাৎ। তিনি প্রধানমন্ত্রী ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে আন্তরিক বলে আবারও উল্লেখ করেন। তিনি সিসিক মেয়রকে নিবিড়ভাবে জনগণের জন্য কাজ করার পরামর্শও দিয়েছেন।

প্রধানমন্ত্রী ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মেয়রএদিকে মেয়রের দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনেই একনেক সভায় সিলেট নগরবাসীর সার্বিক উন্নয়নে ১ হাজার ৪৫৯ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সে জন্য সিসিকের নাগরিকদের পক্ষ থেকে সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র।  

পাশাপাশি সিসিকের মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়ায় আবারও তিনি শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। গত ৭ নভেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত