সিলেট প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রায় অগ্নিসংযোগ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগুন দিয়েছে হয়তো দু-একজন, কিন্তু এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত চক্রান্ত। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা প্রত্যেকেই বিচারের মুখোমুখি হবে। তারা যেন না ভাবে, এ ধরনের অপচেষ্টা দিয়ে সারা দেশে বিরাজমান উৎসবমুখর পরিবেশকে থামিয়ে দেওয়া যাবে।
আজ শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এ বছর জাতীয় পর্যায়ে সব জাতিগোষ্ঠীকে একত্র করে উৎসব উদ্যাপন করা হচ্ছে। চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। চারুকলার শোভাযাত্রায় এবার দেশের ২৮টি জাতিগোষ্ঠী অংশ নিচ্ছে। এটি আমাদের সংস্কৃতির ঐক্য ও বৈচিত্র্যকে তুলে ধরার এক অনন্য উদাহরণ।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘চারুকলার শোভাযাত্রায় এবার একটি মুখাবয়ব ব্যবহার করা হয়েছিল, যেটি ফ্যাসিবাদের প্রতীক। আজ ভোর ৪টার দিকে সেই মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি, এটি একটি পরিকল্পিত হামলা। যারা এই কাজ করেছে, তারা চায় না ফ্যাসিবাদের মুখ উন্মোচিত হোক। এ ঘটনার পেছনে একটি অসৎ শক্তি সক্রিয় রয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
দেশবাসীর উদ্দেশে ফারুকী বলেন, ‘একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে উৎসব করতে চাই। কেউ কেউ এই ঐক্য ও সম্প্রীতির পরিবেশ পছন্দ না-ও করতে পারে। কিন্তু তাদের প্রতিহত করা হবে আমাদের সম্মিলিত শক্তি দিয়েই।’ তিনি বলেন, ‘আজ পার্বত্য জেলাগুলোতে শোভাযাত্রা হয়েছে, মানুষ দলে দলে অংশ নিয়েছে। সেটিই প্রমাণ করে, এই উৎসবের ধারা থামিয়ে রাখা যাবে না।’
সংবাদ সম্মেলনে ফারুকী আশ্বস্ত করেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ সতর্ক রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করছে। এই মুহূর্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রায় অগ্নিসংযোগ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগুন দিয়েছে হয়তো দু-একজন, কিন্তু এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত চক্রান্ত। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা প্রত্যেকেই বিচারের মুখোমুখি হবে। তারা যেন না ভাবে, এ ধরনের অপচেষ্টা দিয়ে সারা দেশে বিরাজমান উৎসবমুখর পরিবেশকে থামিয়ে দেওয়া যাবে।
আজ শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এ বছর জাতীয় পর্যায়ে সব জাতিগোষ্ঠীকে একত্র করে উৎসব উদ্যাপন করা হচ্ছে। চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। চারুকলার শোভাযাত্রায় এবার দেশের ২৮টি জাতিগোষ্ঠী অংশ নিচ্ছে। এটি আমাদের সংস্কৃতির ঐক্য ও বৈচিত্র্যকে তুলে ধরার এক অনন্য উদাহরণ।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘চারুকলার শোভাযাত্রায় এবার একটি মুখাবয়ব ব্যবহার করা হয়েছিল, যেটি ফ্যাসিবাদের প্রতীক। আজ ভোর ৪টার দিকে সেই মুখাবয়ব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি, এটি একটি পরিকল্পিত হামলা। যারা এই কাজ করেছে, তারা চায় না ফ্যাসিবাদের মুখ উন্মোচিত হোক। এ ঘটনার পেছনে একটি অসৎ শক্তি সক্রিয় রয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
দেশবাসীর উদ্দেশে ফারুকী বলেন, ‘একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে উৎসব করতে চাই। কেউ কেউ এই ঐক্য ও সম্প্রীতির পরিবেশ পছন্দ না-ও করতে পারে। কিন্তু তাদের প্রতিহত করা হবে আমাদের সম্মিলিত শক্তি দিয়েই।’ তিনি বলেন, ‘আজ পার্বত্য জেলাগুলোতে শোভাযাত্রা হয়েছে, মানুষ দলে দলে অংশ নিয়েছে। সেটিই প্রমাণ করে, এই উৎসবের ধারা থামিয়ে রাখা যাবে না।’
সংবাদ সম্মেলনে ফারুকী আশ্বস্ত করেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ সতর্ক রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ করছে। এই মুহূর্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
১৩ মিনিট আগেরাজশাহী নগরে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিমন ঘোষ তুফান (২৪)। তিনি নগরের সিপাইপাড়া এলাকার রাজেন কুমারের ছেলে।
১৫ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ খান (৫৪) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় কলাবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে ভ্যানের ওপরে থাকা এক শিশু নিহত এবং তার মা-বাবাসহ সাতজন আহত হয়েছে। তারা বাসা বদল করে মালপত্র নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪৪ মিনিট আগে